বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), টলিউডের এমন এক অভিনেত্রী যিনি নিজের অভিনয়ের থেকেও বিতর্কের জন্য বেশি চর্চায় থাকে। আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী ছিলেন তিনি। প্রায় সব নায়কের সঙ্গেই অভিনয় করে ফেলেছেন। কিন্তু এখন আগের তুলনায় ছবির পরিমাণ অনেক কমিয়ে এনেছেন শ্রাবন্তী। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই যা সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি।
তবে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি, ভিডিও পোস্ট করতে দেখা যায় শ্রাবন্তীকে। ব্যক্তিগত জীবনের আপডেটের পাশাপাশি নিজের ছবি সংক্রান্ত পোস্টও শেয়ার করতে দেখা যায় তাঁকে। আগামীতে জিতু কামালের বিপরীতে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী।

বিদেশে চলছে ছবির শুটিং। তার ফাঁকে মাঝে মধ্যেই ছবি শেয়ার করছেন দুজনে। চলছে টুকটাক রিল ভিডিওর শুটিংও। অনস্ক্রিন নায়ক নায়িকাকে অফস্ক্রিনেও রসায়ন তৈরি করতে দেখা যাচ্ছে। জিতু শ্রাবন্তীর এমনি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
ভিডিওতে শ্রাবন্তীকে ইমপ্রেস করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিতু। গানের সুরে সুরে তাঁকে বলতে শোনা যায়, অভিনেত্রীর জন্য তিনি আকাশ থেকে চাঁদ তারাও পেড়ে আনতে পারেন। সঙ্গে সঙ্গে শ্রাবন্তী বলে ওঠেন, তাহলে যাও নিয়ে এসো। ব্যস, জিতুর মুখ চুন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এইভাবে তাঁকে কিনা অপদস্থ করলেন শ্রাবন্তী!
উত্তরে অভিনেত্রী লিখেছেন, তিনি বেশ আনন্দ পেয়েছেন। আসলে পুরোটাই দর্শকদের হাসানোর জন্য। তেমনি কটাক্ষও ভেসে এসেছে কমেন্ট বক্সে। একজন লিখেছেন, এবার এই ছেলেটার পালা। আবার কারোর প্রশ্ন, চাঁদ তারায় হবে তো? নাকি রকেট লাগবে?

প্রসঙ্গত, পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘বাবুসোনা’তে নতুন জুটি হিসেবে দেখা যাবে শ্রাবন্তী এবং জিতুকে। অ্যাকশন কমেডি ঘরানার এই ছবিতে রয়েছে একাধিক টুইস্ট। আসলে ছবির নায়ক নায়িকা জিতু শ্রাবন্তী কেউই ধোয়া তুলসি পাতা নন। জিতু ওরফে বাবু আসলে সুপারি নিয়ে অপহরণ করে। কিন্তু উপরে উপরে তিনি দেখান যে তিনি একজন আইটি কোম্পানির মালিক।
অন্যদিকে সোনার চরিত্রাভিনেত্রী শ্রাবন্তীর আসল পেশা চৌর্যবৃত্তি। কিন্তু নিজেকে তিনি পুলিশ বলে পরিচয় দেন। এই দুজনের হঠাৎই আলাপ হয় এক অপহরণের ঘটনা সূত্রে। আর সেখান থেকেই শুরু হয় প্রেম। এসকে প্রযোজনা সংস্থার ছবিতে জিতু শ্রাবন্তী ছাড়াও থাকছেন পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে-র মতো অভিনেতা অভিনেত্রীরা।





Made in India