বাংলা হান্ট ডেস্কঃ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। প্রায় রোজই কোনও না কোনও কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। শ্রাবন্তীর মতো তাঁর ছেলের অভিমন্যু ওরফে ঝিনুকের ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয়। ছেলের প্রেমিকার সঙ্গে বেশ ভালো সম্পর্ক নায়িকার। তিনি কেমন শাশুড়ি হবেন, সেটাও জানিয়ে দিয়েছেন বড়পর্দার ‘দেবী চৌধুরানী’।
কেমন শাশুড়ি হবেন শ্রাবন্তী (Srabanti Chatterjee)?
খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন। মাত্র ১৬ বছর বয়সেই মা হয়েছিলেন অভিনেত্রী। ছেলের সঙ্গে বয়সের বিশেষ ফারাক না হওয়ায় তাঁদের সম্পর্কটাও অনেকটা বন্ধুর মতো। শ্রাবন্তী নিজেই একবার বলেছিলেন, অভিমন্যুর (Abhimanyu Chatterjee) সব বন্ধুদের তিনি চেনেন। তাঁদের নিয়ে বেড়াতে যাওয়া থেকে শুরু করে রেস্তোরাঁয় খেতে যাওয়া, সবই করেন নায়িকা।
একবার রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’এ (Didi No 1) খেলতে এসেছিলেন শ্রাবন্তী। সেখানেই তিনি বলেন, ‘আমি ভীষণ মাই ডিয়ার শাশুড়ি হব। ছেলের সব বন্ধুদের নিয়ে আমি বেড়াতে যাই। রেস্তোরাঁয় খেতে যাই। আমি সবাইকে চিনি’।
আরও পড়ুনঃ ৪০ কোটির ফ্ল্যাট দিলেন শাহরুখ! বিয়েতে আর কী কী পেলেন অনন্ত-রাধিকা? দেখলে মাথা ঘুরে যাবে!
উল্লেখ্য, সফল অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন ‘বিন্দাস’ নায়িকা। তাঁর ঠোঁটের কোণার হাসি দেখে ব্যক্তিগত জীবনের লড়াইয়ের কথা চট করে বোঝা যায় না। শোনা যায়, অভিনয়ের পাশাপাশি শ্রাবন্তী (Srabanti Chatterjee) বরাবর একটা সাজানো সংসার চাইতেন। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করতে ভালোবাসতেন তিনি।

খুব কম বয়সেই রাজীবকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। যদিও বিয়ের বেশ কয়েক বছর পর বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। এরপর আরও দু’বার গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী । তবে একটি বিয়েও টেকেনি। এখন নিজের কাজ আর পরিবার নিয়েই ব্যস্ত নায়িকা।





Made in India