বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির নায়িকা তিনি। জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবুও ট্রোলের হাত থেকে নিস্তার পান না শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁর ব্যক্তিগত জীবন এক রকম খোলা খাতার মতো হয়ে গিয়েছে নেটনাগরিকদের সামনে। নিন্দুকরাও তাই সুযোগ পান ট্রোল করার। এবার শ্রাবন্তীকে কনের সাজে দেখেই উড়ে এসেছে কটাক্ষ বাণ।
হ্যাঁ আবারো বিয়ের কনের সাজে ধরা দিয়েছেন শ্রাবন্তী। কমলা, গোলাপি বেনারসী, সর্বাঙ্গে সোনার গয়না, কপালে চন্দনের কলকা, মাথায় শোলার মুকুট পরে সম্পূর্ণ বিয়ের সাজে সেজেছেন তিনি। তবে ভিডিওটি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, একটি ব্রাইডাল ফটোশুটের জন্যই এমন সাজসজ্জা শ্রাবন্তীর।

কিন্তু নেটিজেনরা তো ট্রোল করার এমন সুবর্ণ সুযোগ ছাড়তে রাজি নন। একজন প্রশ্ন করেছেন, আবার বিয়ে নাকি? আরেকজনের কটাক্ষ, আর কতবার বিয়ে করবে খুকি? এক ব্যক্তি লিখেছেন, প্রসেনজিৎ আঙ্কেল কোথায় তুমি? শ্রাবন্তী তোমাকে বিয়ের কম্পিটিশনে হারিয়ে দিল। একজন আবার অভিনেত্রীর একমাত্র ছেলে অভিমন্যুর প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ছেলের বিয়ের বয়স হয়ে গেল। এখনো এনার বিয়ের শখ গেল না। বলা বাহুল্য, কোনো মন্তব্যেরই উত্তর দেননি শ্রাবন্তী।

প্রসঙ্গত, একাধিক বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে বহুবার ট্রোলের মুখে পড়েছেন শ্রাবন্তী। প্রথমে পরিচালক রাজীব বিশ্বাসেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও শেষপর্যন্ত টেকেনি সেই বিয়ে। রাজীব তাঁর ওপর শারীরিক অত্যাচার চালাতো, এটা নিজের মুখেই স্বীকার করতে শোনা গিয়েছে শ্রাবন্তীকে। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।

এরপর বিয়ে মডেল তথা ব্যবসায়ী কিষান ব্রজকে। কিন্তু এই বিয়ের মেয়াদও ছিল মাত্র দু বছর। তারপর রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তাও আবার চুপিসাড়ে। রোশনের সঙ্গে চণ্ডীগড়ে গিয়ে সম্পূর্ণ পাঞ্জাবি রীতিতে বিয়ে করে নেন শ্রাবন্তী। কিন্তু এক বছর পরে সেই বিয়েতেও ধরে ভাঙন।





Made in India