বাংলাহান্ট ডেস্ক: সময়টা বেশ খারাপ যাচ্ছে টলিউড অভিনেত্রীদের। সামান্যতম ভুলের জন্যও ট্রোলড হয়ে চলেছেন তাঁরা। প্রথমে মধুমিতা সরকার ঠাট্টার পাত্রী হন ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে গিয়ে। তারপর শুভশ্রী গঙ্গোপাধ্যায় ট্রোলড হলেন ভুল ইংরেজি বলে। এবার তালিকায় যোগ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।
তিনি অবশ্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের বহুদিনের প্রিয় নিশানা। টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে একজন শ্রাবন্তী। বহু বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। প্রথম সারির প্রায় সব অভিনেতাদের সঙ্গেই কাজ করে ফেলেছেন তিনি। এখন নতুন প্রজন্মের অভিনেতাদের বিপরীতেও দেখা যাচ্ছে শ্রাবন্তীকে।

তবে অভিনেত্রীর সিনেমার থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই চর্চা বেশি হয়। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন শ্রাবন্তী। নিয়ম করে শেয়ার করেন ছবি, ভিডিও। সেসব নিয়েও প্রায়ই ট্রোলের মুখে পড়েন তিনি। কিন্তু এবারে অন্য এক কারণে সমালোচনার শিকার হলেন শ্রাবন্তী। অভিনেত্রীর ভুল ইংরেজি লেখা নিয়ে মশকরায় মেতেছেন নেটিজেনরা।
বিয়েবাড়ির মরশুমে আমন্ত্রণ পেয়েছেন শ্রাবন্তীও। কাছের এক বন্ধুর বিয়েতে হই হুল্লোড়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। আরো কয়েকজন বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই গিয়েছিলেন অভিনেত্রী। লাল শাড়ি, ব্লাউজ, সোনার গয়নায় গর্জিয়াস লুকে ধরা দিয়েছিলেন তিনি।
ছবি শেয়ার পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু গণ্ডগোল বাঁধে তাঁর পোস্টের ক্যাপশন নিয়ে। ইংরেজি হরফে শ্রাবন্তী লিখেছেন, ‘ইয়ার কি শাদি’। কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে যায় তাঁর। আসলে ‘Yaar’ মানে বন্ধু লিখতে গিয়ে তিনি লিখে ফেলেন ‘Year’ অর্থাৎ বছর। যদিও ভুল এতক্ষণে সংশোধন করে নিয়েছেন শ্রাবন্তী। ব্যস, নেটিজেনদের চোখে পড়তেই হইহই কাণ্ড।

একজন লিখেছেন, ‘Year না Yaar সেটাও ঠিকঠাক লিখতে জানে না’। আরো একজন লিখেছেন, ওটা Yaar হয়, Year নয়। আবার কয়েকজন বরাবরের মতো শ্রাবন্তীর বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ শানাতে ছাড়েনি। তবে কোনো মন্তব্যেরই কোনো উত্তর দেননি অভিনেত্রী।





Made in India