বাংলাহান্ট ডেস্ক: ইন্ডাস্ট্রি তথা সোশ্যাল মিডিয়ায় ‘স্পষ্টবক্তা’ বলেই পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। তাঁর মনে যা, মুখেও তাই। এর জন্য যেমন প্রশংসিত হন তেমনি মাঝে মধ্যে সমালোচনাও সইতে হয় শ্রীলেখাকে। কিন্তু পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী। তবে এবারে এমন এক কাণ্ড ঘটেছে যা দেখে চুপ করে থাকতে পারেননি শ্রীলেখা।
তিনি যাই করেন, যাই বলেন তা নিয়েই খবর হয়ে যায়। কিন্তু এমন কথা যা কিনা কখনো বলেনওনি তা নিয়ে খবর করা ‘ভুয়ো খবর’ বলেই গণ্য হয়। সম্প্রতি এমন ভুয়ো খবরের রমরমা বেশ বেড়েছে। আর তারই শিকার হলেন শ্রীলেখা। একটি সংবাদ মাধ্যম তাঁকে রাতারাতি ‘নরখাদক’ বানিয়ে দিল!

সোশ্যাল মিডিয়ায় ‘ভুয়ো খবর’টি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এরম কথা কেউ কখনো বলতে পারে? যর অর্থ বন্ধুগণ আমি নরখাদক হয়ে গিয়েছি। আর পারিনা এসব পোর্টাল গুলোকে নিয়ে। সাবধান করছি যে বা যারা এ ধরনের পোস্ট করছেন, শেয়ার করছেন, কমেন্ট করছেন সব নোট করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে যথা সময়ে। আমার থেকে সাবধান থাকুন।’
কমেন্ট বক্সে শ্রীলেখা অনুরোধ করেছেন পেজটিকে রিপোর্ট করতে। অনুরাগীরা অনেকেই পরামর্শ দিয়েছেন আইনি ব্যবস্থা নিতে। উত্তরে শ্রীলেখাও জানিয়েছেন যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। অনেকে আবার দাবি করেছেন, খবরের পোর্টালটি বাংলাদেশি।

কিছুদিন আগেই হায়দ্রাবাদে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন শ্রীলেখা। সেরা সহ অভিনেত্রীর জন্য চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন তিনি। সেই পুরস্কার এবং স্মারক পত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে খুশির খবর শেয়ার করেছিলেন শ্রীলেখা।
‘নির্ভয়া’ ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি ছিল একজন সমাজসেবিকার। নাম নন্দিতা। ‘নির্ভয়া’ ছবির গল্প এক নাবালিকাকে নিয়ে যে গণধর্ষণের শিকার হয়। কিশোরী বয়সেই অন্তঃসত্ত্বা হয় মেয়েটি। এই চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হিয়া দে। সন্তান জন্ম না দেওয়ার অধিকার চেয়ে তার আইনি লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল নন্দিতা।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুরস্কার ও স্মারক পত্রের ছবি শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘জিত সবসময় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।’। তেলেঙ্গানা বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল, নির্ভয়ার গোটা টিম এবং পরিচালক অংশুমান প্রত্যুষকেও ধন্যবাদ জানিয়েছেন শ্রীলেখা।





Made in India