বাংলাহান্ট ডেস্ক: সম্পর্ক শেষ মানেই কি কাদা ছোঁড়াছুঁড়ির পর্ব শুরু? একসময়ের মাখোমাখো প্রেমের জায়গা নেয় তিক্ততা? সবসময় তো এমনটা নাও হতে পারে। একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই বেরিয়ে আসা যায় সম্পর্ক থেকে, যাতে পরবর্তীকালে সামনাসামনি দেখা হলেও অস্বস্তিতে না পড়তে হয়। এই ধারণাতেই বিশ্বাস করেন রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee) এবং সৃজলা গুহ (Srijla Guha)। আর নিজেরাও সেটাই করেছেন।
এক সময়ে টেলিপাড়ার সবথেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম ছিলেন রোহন সৃজলা। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্কটা সর্বসমক্ষে ছিল। একে অপরের জন্মদিন পালন, একসঙ্গে সময় কাটানোর ছবি প্রায়ই অনুরাগীদের জন্য শেয়ার করতেন তাঁরা।

কিন্তু চলতি বছরেই হয় ছন্দপতন। গুঞ্জন সত্যি করে আলাদা আলাদা বিবৃতি দিয়ে সম্পর্ক ভাঙার কথা ঘোষনা করেন তাঁরা। কিন্তু বিচ্ছেদের জন্য না তাঁরা একে অপরকে দায়ী করেছিলেন আর না কোনো তৃতীয় ব্যক্তির কথা স্বীকার করেছিলেন। সুস্থ ভাবেই সম্পর্কটা ভেঙে বেরিয়ে এসেছিলেন দুজনে। সম্প্রতি স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ এর মঞ্চে পারস্পরিক সম্মানটাই আবারো দেখা গেল দুজনের মধ্যে।
সম্প্রতি ডান্স ডান্স জুনিয়র ৩ তে অতিথি হয়ে এসেছিলেন সৃজলা। যারা অভিনেত্রীকে ফলো করেন তারা জানেন যে তিনি খুব ভাল নাচও করেন। বিশেষ করে বেলি ডান্সে খুবই পারদর্শী সৃজলা। ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে অভিনেত্রীর নাচেরও এক ঝলক দেখা যাবে। প্রোমোতেই দেখা মিলেছে ‘ভাসান বাপ্পি’ ওরফে রোহনেরও।

সৃজলাকে দেখেই তাঁর কাছে গিয়ে হাত ধরেন রোহন। একে অপরের সঙ্গে হাসিমুখেই কথা বলতে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন জুটিকে। একজন লিখেছেন, একেই বলে সম্মান। সম্পর্ক ভাঙলেও একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন তাঁরা। প্রেম ভেঙেছে ঠিকই, কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে রোহন সৃজলার।





Made in India