বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করে বাংলায় প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। সিরিয়ালপ্রেমী মানুষের কাছে তাঁর পরিচয় অবশ্য ‘দীপা’ নামেই বেশি। নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি যে কত দর্শকের মন জয় করেছেন তা বলা অসম্ভব। এবার নিজের গানের ট্যালেন্টের মাধ্যমে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী।
ভক্তিগীতি গেয়ে তাক লাগালেন ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা (Bengali Serial)!
বিনোদন দুনিয়ার তারকাদের অভিনয়ের পাশাপাশি আরও অনেক সুপ্ত প্রতিভা থাকে। কেউ নাচে পারদর্শী তো কেউ ভালো ছবি আঁকেন। কারোর আবার গানের গলা দুর্দান্ত। পর্দার দীপা এবার নিজের গানের মাধ্যমেই সকলকে তাক লাগালেন। পর্দার দীপা যে বাস্তবে এত সুন্দর গান করেন তা অনেকেই জানতেন না। এবার তাঁর সেই ট্যালেন্ট দেখে কার্যত ‘ফিদা’ নেটপাড়া।
আরও পড়ুনঃ গা ভর্তি সোনা! বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর সেই গয়নার কী হল জানেন? শুনলে চমকে উঠবেন!
সম্প্রতি স্বস্তিকার একটি গানের ভিডিও সামনে এসেছে। সম্ভবত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কোনও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই মাইক হাতে জনপ্রিয় বাংলা গান ‘মঙ্গল দীপ জ্বেলে’ গাইতে দেখা যায় তাঁকে। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নায়িকার গলায় এই ভক্তিগীতি শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

গত কয়েক বছরে বিনোদন দুনিয়ার বহু অভিনেতা-অভিনেত্রীকে গান গেয়ে ট্রোল হতে দেখা গিয়েছে। তবে ‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা (Bengali Serial) ব্যতিক্রম। তাঁর গানের ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। কারোর মতে তিনি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কেউ আবার বলছেন, অসাধারণ গান গাও তুমি দীপা।
শোনা যায়, ছোটবেলা থেকে গান নিয়ে চর্চা করতেন বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় নায়িকা। নিজের মায়ের কাছেই নাকি গান শিখেছেন তিনি। সেই কারণে মাঝেমধ্যেই নানান মাচা শো-য়ে গান গাইতেও দেখা যায় অভিনেত্রীকে। এর আগেও স্বস্তিকার গানের ভিডিও ভাইরাল হয়েছিল। তখনও তাঁর গানের গলার তারিফ করেছিলেন অনেকে।





Made in India