বাংলাহান্ট ডেস্ক : টিআরপি আনতে কোনো কসুর বাকি রাখতে রাজি নয় কোনো সিরিয়ালই (Serial)। সাপ্তাহিক টিআরপি তালিকায় শুধু যে ধারাবাহিকের মধ্যেই টক্কর চলে, তা কিন্তু নয়। রেষারেষি থাকে চ্যানেলগুলির মধ্যেও। দীর্ঘদিন ধরে কোনো চ্যানেলের সিরিয়াল (Serial) স্লট হারা হলে সরে যেতে হয় তাকে। তাই টিআরপি বাড়ানোর উদ্যোগ থাকে সকলেরই।
টিআরপিতে পিছিয়ে জলসার সিরিয়াল (Serial)
এই মুহূর্তে স্টার জলসার একাধিক সিরিয়াল (Serial) বেশ অনেকদিন ধরেই পিছিয়ে রয়েছে টিআরপিতে। প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো মতেই এঁটে উঠতে পারছে না সিরিয়াল (Serial) গুলি। ফলত অনুরাগীদের মধ্যেও আশঙ্কা দেখা দিয়েছে। এমন ভাবে চলতে থাকলে বড় অঘটন ঘটতে পারে যেকোনো সময়। স্লট বদল হতে পারে সিরিয়াল গুলির।

নম্বর বাড়াতে বড় চমক: স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালটি (Serial) দীর্ঘদিন ধরেই পিছিয়ে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’র থেকে। টপ পাঁচে থাকা কোন গোপনে কে ধরতে ব্যর্থ জলসার মেগা। তাই এবার টিআরপি বাড়াতে বড় চমক আনল গৃহপ্রবেশ। ভ্যালেন্টাইন স্পেশ্যাল পর্বে কার্যত দর্শকদের চমকে দিল এই সিরিয়াল (Serial)। ছোটপর্দার নিরিখে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিতে দেখা গিয়েছে গৃহপ্রবেশকে।
আরো পড়ুন : আর ধরে রাখা গেল না, মার্চেই শুরু নতুন সিরিয়াল, “খরচের খাতা”য় চলে গেল জনপ্রিয় মেগা
কী চলছে সিরিয়ালে: প্রেম দিবস স্পেশ্যাল পর্বে দেখা যায়, আদৃতের জন্য ফুল কিনতে গিয়ে বিপদে পড়ে শুভলক্ষ্মী (Serial)। পরে অবশ্য জানা যায় সবটাই আদৃতেরই প্ল্যান, তাও আবার শুভর সঙ্গে আলাদা সময় কাটানোর জন্য। দুজনের একান্ত প্রেম যাপনের দৃশ্যে দর্শকদের চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে। অন্যদিকে আবার আদৃত শুভলক্ষ্মীর (Serial) প্ল্যান মাটি করতে অর্নাকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করায় জিনিয়া। কিন্তু অর্না ভয় না পেয়ে গুন্ডাদের চড় মারলে হাতাহাতিতে অর্নার ঠোঁট কেটে যায়। অন্যদিকে আদৃতকে ফোনে না পেয়ে জিনিয়াই অর্নাকে নিয়ে বাড়িতে ফিরে আসে।
আরো পড়ুন : নাগালও পাবে না জলসা, নায়ক নায়িকার মাঝে এন্ট্রি তৃতীয় ব্যক্তির! হু হু করে চড়বে TRP
বাড়িতে সকলে জিজ্ঞাসা করে, অর্নার এই অবস্থা কীভাবে হল। উত্তরে তারা সবটা খুলে বলতেই প্রশ্ন ওঠে, আদৃত কোথায় (Serial)। তখনি ঠাম্মি বলে ওঠেন, ভ্যালেন্টাইনস ডে তে শুভ আদৃত নিশ্চয়ই একসঙ্গে রয়েছেন। এদিকে শুভলক্ষ্মীও ভাবতে থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে নিশ্চয়ই সকলে চিন্তা করছে। আদৃত শুভ বাড়িতে ফিরে আসলে তাদের জন্য কী অপেক্ষা করছে সেটাই জানা যাবে আগামী পর্বে।





Made in India