বাংলা হান্ট ডেস্কঃ দর্শকদের কথাই রাখল স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানী’ (Tomader Rani)। রানীর মৃত্যুর ট্র্যাক দেখে ঘাবড়ে গিয়েছিলেন অনেকে। স্পষ্ট জানিয়েছিলেন, নায়িকাকে ফেরাতে হবে। দর্শকদের সেই দাবি শুনলেন জনপ্রিয় এই ধারাবাহিকের নির্মাতারা। একেবারে নতুন রূপে সেনগুপ্ত বাড়িতে ফিরল রানী।
‘তোমাদের রানী’ (Tomader Rani) ধারাবাহিকে বিরাট টুইস্ট
সম্প্রতি এই ধারাবাহিকে (Bengali Serial) দেখা গিয়েছে, কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে দুর্জয়দের বাড়িতে এন্ট্রি নিয়েছে রানী। কালো রঙের মেক আপ, মাথায় ঘোমটা- তাকে এক ঝলক দেখে চেনা দায়। যদিও দুনির সঙ্গে তার কথা শুনে খানিক সন্দেহ হয়েছে দুর্জয়ের। সেই কারণে ছদ্মবেশ নেওয়া রানীকে সে বলে, পরেরদিন স্বামীকে সঙ্গে করে আনতে। সে তার পরিচয় যাচাই করে নিতে চায়।
এদিকে আবার ছদ্মবেশে থাকলেও রানীকে (Rani) ঠিক চিনে ফেলেছে দেবু। প্রিয় বান্ধবী বেঁচে আছে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে সে। রানীকে জড়িয়ে ধরেই অঝোরে কাঁদতে থাকে দেবযানী। এসবের মাঝেই এবার সিরিয়ালের আসন্ন ট্র্যাক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ছদ্মবেশেই অপরাধীদের মুখোশ খুলবে রানী? উঁকি দিয়েছে এই প্রশ্ন।
আরও পড়ুনঃ সূর্যকে বাঁচাতে হাত মেলাল দীপা-মিশকা! TRP তুলতে তোলপাড় করা টুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’য়
‘তোমাদের রানী’তে (Tomader Rani) বর্তমানে দেখানো হচ্ছে, ভালো হয়ে গিয়েছে আনিশা। যদিও দর্শকদের কথায়, সে মোটেই ভালো হয়নি। বরং রানীকে ‘রাস্তা থেকে সরানো’র প্ল্যানও সে করেছিল। দুর্জয়কে বিয়ে করার সে এমনটা করছে বলে অনুমান করছেন বহু দর্শক। সেই জন্যই রানীর মৃত্যুর খবর আসতে না আসতেই আনিশা বলে, সে এবং দুর্জয় মিলে দুনিকে স্বাভাবিক জীবন দেবে।

তবে রানী আসল অপরাধীকে শাস্তি দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। সেই কারণে ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে সে। কাজের লোকের বেশেই কি তাহলে আনিশার পর্দাফাঁস করবে রানী? ফের জুড়বে ‘দুর্জানী’র ভাঙা সংসার? আপাতত এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর পেতে আপাতত কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।





Made in India