বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুর দিকেই পরপর সিরিয়াল (Serial) শুরুর ধুম লেগেছে বিভিন্ন চ্যানেলে। টিআরপি কমতেই বিভিন্ন সিরিয়াল বন্ধের মুখে পড়ছে। দর্শক না হলে ধারাবাহিক টানতে চায় না নির্মাতারা। তাই পরপর বেশ কিছু সিরিয়াল (Serial) বন্ধ হতে বসেছে। আগামী এক দু সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে দুই চ্যানেলেরই কিছু ধারাবাহিক (Serial)। তার জায়গায় আসবে নতুন সিরিয়াল।
দুই চ্যানেলে শুরু হচ্ছে তিনটি সিরিয়াল (Serial)
জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেল মিলিয়ে শুরু হতে চলেছে মোট তিনটি নতুন সিরিয়াল (Serial)। জি বাংলায় পরপর শুরু হবে দুগ্গামণি ও বাঘমামা এবং চিরদিনই তুমি যে আমার। এক সপ্তাহের ব্যবধানে জি বাংলায় শুরু হতে চলেছে এই নতুন দুই মেগা। দুটি সিরিয়ালেরই (Serial) প্রোমো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই এবং দুটি ধারাবাহিকের গল্পই আকর্ষণ করেছে দর্শকদের।

সামনে এল নতুন প্রোমো: অন্যদিকে পিছিয়ে নেই স্টার জলসাও সেখানেও আসছে নতুন ধারাবাহিক (Serial)। আর এবার দর্শক টানতে একেবারে ভিন্ন ধরণের সিরিয়াল আনছে জলসা, যা প্রথম বার দেখা যেতে চলেছে এই চ্যানেলে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে ‘পরশুরাম আজকের নায়ক’। আর এবার প্রকাশ্যে এল সিরিয়ালের (Serial) নতুন প্রোমো।
আরও পড়ুন : ফিরল পুলওয়ামার আতঙ্কের স্মৃতি, ভূস্বর্গে ফের জঙ্গি হামলার মুখে ভারতীয় সেনা
কী দেখা গেল প্রোমোতে: এর আগেই সামনে এসেছিল পরশুরাম (Serial) এর প্রথম ঝলক। এবার আরো এক প্রোমো এল প্রকাশ্যে। শুরুতেই দেখা যায়, কয়েকজন সাধু নদীতে স্নান করছেন। তাদের মাঝে এক বর্ষীয়ান সাধু বলেন, এই পৃথিবীতে যখন যখন অন্যায় হয়েছে, মানুষ তার ধর্ম থেকে অধর্মের পথে হেঁটেছে, তখনই আবির্ভাব হয়েছে তাঁর। এরপরেই দেখা যায় পরশুরাম (Serial) লুঙ্গি গুটিয়ে বন্দুক হাতে শত্রুদের পেছনে ছুটছে পরশুরাম।
আরও পড়ুন : মেনে নিতে পারছেন না দর্শকরা, ট্র্যাক বদলাতেই নায়িকা পরিবর্তনের দাবি জি এর মেগায়
এদিকে ফোনে গোলাগুলির আওয়াজে বউয়ের জেরার মুখে পড়ে পরশুরাম। উত্তরে সে বলে, ভিডিও গেমস খেলছিল সে। প্রোমো দেখে মনে করা হচ্ছে, আনডারকভার এজেন্ট হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রজিৎকে। তবে নায়ক কেন্দ্রিক সিরিয়াল দেখে বেশ চমকেছেন দর্শকরা। এই সিরিয়ালেই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা। আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে শুরু হবে এই নতুন সিরিয়াল।





Made in India