বাংলাহান্ট ডেস্ক : দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (State Bank of India) অ্যাকাউন্ট থাকলে মাস গেলে আপনি ৫৮৩৩ টাকা করে পাবেন। তবে তার জন্য ব্যাংকের অ্যান্যুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে। অনেকেই এই স্কিমের ব্যাপারে জানেন না। জানলে লাভবান হবেন। এই অ্যান্যুইটি ডিপোজিট স্কিম কী?
এর থেকে কীভাবে মাসে ৫৮৩৩ টাকা আয় করবেন? জেনে রাখুন। অ্যান্যুইটি ডিপোজিট স্কিম স্টেট ব্যাংকের এক ধরনের মাসিক আয় পরিকল্পনা স্কিম। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে মাসে মাসে সুদ হিসেবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। এতে মাসে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন ১০০০ টাকা।
আরোও পড়ুন : বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! এবার রাজ্য জুড়ে “বাংলার শাড়ি”-র আউটলেট, কলকাতার কোথায় থাকছে দোকান?
অর্থাৎ যত বেশি টাকা বিনিয়োগ করবে তত বেশি আপনি মাসে সুদ পাবেন। এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ নাগরিকদের এই স্কিমে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের সমান সুদ দিচ্ছে। তবে মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তাহলে ৫ থেকে ১০ বছর পর্যন্ত করতে পারেন।
আরোও পড়ুন : বেতন ৩৫ হাজার! পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে সাড়ে ৬ হাজার পদের নিয়োগ, কিভাবে করবেন আবেদন?
তাহলে সাধারণ গ্রাহকেরা ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকেরা ৭ শতাংশ সুদ পাবেন। এবার আসুন দেখে নেওয়া যাক, কীভাবে মাসে ৫৮৩৩ টাকা করে আয় করবেন, সেই অঙ্কটা। এই টাকা আয় করতে গেলে, দু বছরের জন্য ১০ লক্ষ টাকা কমসেকম বিনিয়োগ করতেই হবে। কারণ তা না হলে সর্বোচ্চ সুদ পাওয়া যাবে না। ১০ লক্ষ টাকার উপর সাত শতাংশ হারে সুদ পেলে, আপনি মাসে মাসে প্রায় ৫৮৩৩ টাকা পাবেন।

মোট ম্যাচুরিটির পরিমাণ হবে ১৪ লক্ষ টাকা। একই ক্ষেত্রে আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আয়ের অংকটা আরও বেড়ে যাবে। কারণ সে ক্ষেত্রে আপনি ৭.৫ শতাংশ সুদ পাবেন। ১০ লক্ষ টাকা বিনিয়োগে ৭.৫ শতাংশ সুদ পেলে প্রতিমাসে ৬২৫০ টাকা পাবেন। সেক্ষেত্রে মোট ম্যাচুরিটির পরিমাণ হবে ১৫ লক্ষ টাকা।





Made in India