বাংলাহান্ট ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করলে বিশাল লাভবান হবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) গ্রাহকরা। সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম চালু করেছিল স্টেট ব্যাঙ্ক। এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে মিলবে বেশি সুদ। এছাড়াও বিভিন্ন সূত্র বলছে চলতি বছর কমতে পারে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার। তাই স্টেট ব্যাংকের এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে লাভবান হবেন আপনি।
আরোও পড়ুন : ৭ দিনের মধ্যে ৪ দিনই বন্ধ ব্যাঙ্ক! মাথায় হাত আমজনতার, আগেথেকেই মাথায় রাখুন ডেটগুলো
‘অমৃত কলস ডিপোজিট স্কিম‘ এবং ‘উই কেয়ার ডিপোজিট স্কিম‘ নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম এনেছে। অন্যান্য সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে এই স্কিমগুলোতে মিলছে বেশি সুদ। অমৃত কলস ডিপোজিট স্কিমে এবং উই কেয়ার ডিপোজিট স্কিমে নিয়োগের শেষ সময়সীমা ছিল ৩১ মার্চ। তবে স্টেট ব্যাংক এই দুটি স্কিমে বিনিয়োগের সময়সীমা বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর করেছে।

অমৃত কলস ডিপোজিট স্কিম: এক বছর থেকে দুই বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৬.৮০ শতাংশ সুদ পেয়ে থাকেন। তবে ৪০০ দিনের অমৃত কলস ডিপোজিট স্কিমে মিলছে ৭.১০ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে পাবেন ৭.৬০ শতাংশ সুদ।
উই কেয়ার ডিপোজিট স্কিম: এই স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন সময়কাল ৫ বছর ও সর্বোচ্চ ১০ বছর। এই স্কিমে বিনিয়োগকারী পেয়ে যাচ্ছেন ৭.৫ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে এই স্কিমটি চালু করা হয়েছে।





Made in India