বাংলাহান্ট ডেস্ক: প্রেমের মাস এখনো শেষ হয়নি। সবে সবে ভ্যালেন্টাইনস ডে গিয়েছে। কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) কাছে এখনো প্রেম উদযাপনের তো সবে শুরু। ২১ ফেব্রুয়ারি যখন সবাই মাতৃভাষা দিবস উদযাপনে ব্যস্ত, তখন শুভশ্রী পালন করছেন প্রেম দিবস। হ্যাঁ, টলিউড ডিভার কাছে আজই ভ্যালেন্টাইনস ডে।
কারণ আজই শুভশ্রীর জীবনের ভ্যালেন্টাইনের জন্মদিন। ৪৭ এ পা দিলেন রাজ চক্রবর্তী। প্রেমিক তথা স্বামীকে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভশ্রী। টুকটুকে লাল শর্ট ড্রেসে সেজেছেন তিনি। পাশে রিপড ডেনিম ও কালো শার্টে হ্যান্ডসাম রাজ। স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আজই আমার কাছে ভ্যালেন্টাইনস ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার ভালবাসা শুভ জন্মদিন। আমার জীবনে ঘটা তুমিই সবথেকে সেরা ব্যাপার। ভাল থাকো। ঈশ্বর তোমাকে সেই সবকিছু দিক যা যা তুমি চাও।’
শুভশ্রীর পোস্টের কমেন্ট বক্সে রাজকে শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা কুমার, মনামী ঘোষ, ফালাক রশিদ রায়। বেশ ভাইরাল হয়েছে রাজ শুভশ্রীর ছবিগুলি। এখনো পর্যন্ত ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে পোস্টের লাইক সংখ্যা।
https://www.instagram.com/p/CaOfOJoJn9n/?utm_medium=copy_link
প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে শুভশ্রীকে। তার মধ্যে দুটি ছবিই রাজের পরিচালনায়। ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ দুটি ছবিই বহুদিন ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু করোনা আবহে পিছিয়ে গিয়েছিল ছবির মুক্তি। অবশেষে মুক্তি পাচ্ছে দুটি ছবিই । এছাড়াও ‘ডক্টর বক্সী’ ছবিতেও অভিনয় করছেন শুভশ্রী।





Made in India