বাংলাহান্ট ডেস্ক: দূর্গা মায়ের আগমনীর শুভারম্ভ হল মহালয়া। এদিন থেকেই পুজোর আসল আমেজ আসা শুরু হয়। ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে দিন শুরু করে বাঙালি। তারপর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হাল আমলের মহালয়ার অনুষ্ঠান তো আছেই। সেখানেও নেহাত কম টিআরপি ওঠে না। আর তাই তো প্রতিটি চ্যানেলই আগে থেকেই চুক্তি করে নেন পছন্দের অভিনেত্রীদের সঙ্গে।
চলতি বছরে ৬ অক্টোবর মহালয়া। হাতে বাকি খুব কম সময়ে। জোর প্রস্তুতি চলছে টিভি চ্যানেলগুলিতে। ইতিমধ্যেই জানা গিয়েছে কালার্স বাংলার মহালয়ার ফের মা দূর্গা রূপে দেখা যেতে চলেছে অভিনেত্রী কোয়েল মল্লিককে। এরই মাঝে মহালয়ার অনুষ্ঠানের প্রোমো প্রকাশ্যে আনল জি বাংলা, যা দেখেই হইচই শুরু হয়েছে নেটমহলে। কারণ জি বাংলার মহালয়ায় এবারে দূর্গা রূপে ধরা দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)।

সদ্য চ্যানেলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ার পেজে প্রকাশিত হওয়া ভিডিও বলছে এবারে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম ‘নানারূপে মহামায়া’। সেখানেই দূর্গা রূপে দেখা গিয়েছে শুভশ্রীকে। তাঁর স্নিগ্ধরূপ ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের। কমেন্ট বক্সে ভালবাসা জানিয়েছেন ইমন চক্রবর্তী, শ্রীমা ভট্টাচার্য, স্বস্তিকা দত্তরা।

উল্লেখ্য, এর আগেও শুভশ্রীকে মহালয়ার অনুষ্ঠানে দূর্গার সাজে দেখা গিয়েছে, কিন্তু মা হওয়ার পর এটাই শুভশ্রীর প্রথম কাজ। এমনিতে বেশ কিছুদিন আগেই জি বাংলার রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স এর বিচারকের আসন গ্রহণ করেছেন তিনি। হয়েছে টুকটাক ফটোশুটও। কিন্তু ইউভানের মা হওয়ার পর সেই অর্থে শুটিং শুভশ্রীর এই প্রথম। প্রোমো দেখার পর থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা বেড়েছে। এখন শুধু ৬ অক্টোবরের অপেক্ষা।
https://www.instagram.com/p/CTpsCzSBRDc/?utm_medium=copy_link
আপাতত ডান্স বাংলা ডান্সের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শুভশ্রী। মাঝে ইউভানের সঙ্গে কিছু ফটোশুটও করতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া বড়পর্দায় এখনো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধ ছবিতে অভিনয় করেছিলেন শুভশ্রী। তবে করোনা আবহে এখনো মুক্তি দেওয়া সম্ভব হয়নি ছবিদুটির।





Made in India