বাংলাহান্ট ডেস্কঃ গাঙ্গুলি পরিবারে খুশির হাওয়া। বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন শুভশ্রী গাঙ্গুলির (subhashree ganguly) দিদি দেবশ্রী। ধুমধাম করে না হলেও, ঘরোয়া ভাবেই সম্পন্ন হল দেবশ্রী গঙ্গোপাধ্যায় এবং অমিত ভাটিয়ার বিয়ের অনুষ্ঠান। রেজিস্ট্রি, মালাবদল, সিঁদুরদানের মধ্যে দিয়ে নতুন জীবনে প্রবেশ করলেন শুভশ্রীর দিদি দেবশ্রী।

নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় শালিকার বিয়েতে রাজ চক্রবর্তী উপস্থিত না হতে পারলেও, দিদির বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি কনে সাজানোর গুরু দায়িত্ব ছিল রাজ ঘরণী শুভশ্রীর উপর। সুষ্ঠ ভাবে দিদির বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ের অনুষ্ঠান থেকে কনে সাজানোর খুঁটিনাটির ভিডিও শেয়ার করলেন স্বয়ং ইউভানের মা শুভশ্রী।

ভিডিওতে দেখা যায়, আয়নার সামনে বসে দিদিকে সাজাতে ব্যস্ত রয়েছেন শুভশ্রী। গোলাপী পাড় সাদা রঙের ট্রাডিশনাল শাড়িতে অপরূপা লাগছিল দেবশ্রীকে। অন্যদিকে ইউভানের মাম্মাও কিছু কম যায় না। মেরুন পাড় লাগোয়া হলুদ রঙের ট্রাডিশনাল শাড়িতে বঙ্গ তনয়ার লুকে ধরা দিয়েছিল শুভশ্রী। দিদির বিয়েতে বেশ খোশমেজাজেই দেখা যায় শুভশ্রীকে।
প্রসঙ্গত, এটা দেবশ্রীর দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালে সালে অফিসে অমিত ভাটিয়ার সঙ্গে আলাপ হয় তাঁর। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হয়। গত ১৪ ই ফেব্রুয়ারি অমিতের দিক থেকে প্রপোজাল পাওয়ার পর আর দেরী করেননি তাঁরা। সেরে নিলে বিয়েটা। তাদের এই ঘরোয়া বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল দেবশ্রীর বছর ১৮-র ছেলে অনীশও।
View this post on Instagram





Made in India