শুভশ্রীকে অনেক দিন পরে স্বামী রাজ চক্রবর্তী নতুন সিনেমা ‘পরিনীতা’তে দেখা যাবে। এই বড় পর্দা থেকে বিরতির মাঝে তিনি তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেন। মাঝে মাঝে চর্চার মুখেও পড়তেন তিনি পড়তেন তিনি। ভক্তদের নজর কেড়ে নিত সেই ছবিগুলো।
কিছুদিনআগে ইনস্টাগ্রামে একটি গুডমর্নিং ছবি পোস্ট করেছিলেন, সেই ছবিতে শুভশ্রী কালো পোশাক পরে রয়েছেন এবং হালকা করে তার অন্তর্বাস দেখা যাচ্ছিল।
সেইছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা চর্চা করতে শুরু করেছেন। তারা ফিটনেসের দিকে নজর দিচ্ছেন না, বেশি নজর দিচ্ছেন অন্তর্বাসের দিকে। ভক্তরা ছবিতে কমেন্ট করেছেন মারকাটারি, ওয়াও ইত্যাদি।





Made in India