বাংলাহান্ট ডেস্ক: স্নেহময়ী মা, তেজী মহিলা এবং অনবদ্য অভিনেত্রী, এভাবেই নুসরত জাহানের (nusrat jahan) প্রশংসা করলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (sudip mukherjee)। টলিউডের যে অভিনেত্রীকে নিয়ে এখন বিতর্কের অন্ত নেই তাঁকেই প্রশংসায় প্রশংসায় ভরিয়ে দিলেন ‘শ্রীময়ী’র অনিন্দ্য। কাণ্ড দেখে অবাক নেটপাড়ার বাসিন্দারাও।
ব্যাপারটা খুলেই বলা যাক। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নুসরতের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপ। সাদা কুর্তির সঙ্গে গলায় হালকা সবুজ রঙের ওড়না জড়িয়েছেন নুসরত। কানে ঝুমকো, চোখে কাজল রেখা আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। ছিমছাম সাজেই দেখা গেল অভিনেত্রীকে।

পাশে গাঢ় সবুজ রঙের শার্ট পরনে সুদীপ। বোঝা যাচ্ছে কোনো শুটিং সেটেই একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন দুজনে। ছবিটি শেয়ার করেই নুসরতের ভূয়সী প্রশংসা করেছেন সুদীপ। সঙ্গে ট্যাগও করে দিয়েছেন সাংসদ অভিনেত্রীকে। তবে হঠাৎ কী কারণে সুদীপের নুসরত বন্দনা তা জানা যায়নি।
সাংসদ অভিনেত্রীর কথা বললে তিনি এখন ব্যস্ত যশ দাশগুপ্তের সঙ্গে কাশ্মীরে ছুটি কাটাতে। দূর্গাপুজোর পঞ্চমীতে ছেলের বাবার জন্মদিনেই পরোক্ষে ঘোষনাটা সেরেছিলেন নুসরত। যশকে স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন তিনি। গোটা দূর্গাপুজোটাই একসঙ্গে কাটিয়েছেন যুগলে।
https://www.instagram.com/p/CVczFFBPPCF/?utm_medium=copy_link
এবার একরত্তি ছেলেকে কলকাতায় রেখেই কাশ্মীর ঘুরতে চলে গিয়েছেন তাঁরা। যশের আগামী ছবি ‘চিনে বাদাম’ এর একটি গানের শুটিংয়ের জন্যই ভূস্বর্গ পাড়ি ছবির টিমের। সুযোগটা হাতছাড়া করতে চাননি নুসরত। তিনিও সঙ্গ ধরেছেন যশের। আর এর মাঝেই অভিনেত্রীর প্রশংসা করে চর্চায় উঠে এলেন সুদীপ মুখোপাধ্যায়।





Made in India