বাংলাহান্ট ডেস্ক: ১২ নভেম্বর তিন বছরে পা দিয়েছে সুদীপা চট্টোপাধ্যায় (sudipa chatterjee) ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের চোখের মণি আদিদেব চট্টোপাধ্যায় (aadidev chatterjee)। ছোট ছেলের জন্মদিনের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলেন সুদীপা। ছোট্ট রাজপুত্তুরের কোনো আবদারই ফেলেন না বাবা মা। তাই স্বাভাবিক ভাবেই জন্মদিনে আদিদেবেরই পছন্দ মতোই সবকিছু রাখা হয়েছিল।
কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে ছেলেকে খেতে দিয়েছিলেন সুদীপা। ভাত, আলু, বেগুন, মাছ সহযোগে পাঁচ রকম ভাজা, মাছ, মাংস আয়োজনে কমতি ছিল না কিছুরই। রজনীগন্ধার মালা দিয়ে থালা সাজিয়েছিলেন ‘রান্নাঘরের রাণী’। তবে এতশত খাবারের মধ্যে আগে প্রিয় বেগুন ভাজার দিকেই নজর গিয়েছে ছোট্ট আদির। থালা থেকে তুলেই সোজা মুখে চালান।

সন্ধ্যাবেলায় আদিদেবের জন্য আনা হয়েছিল বিশেষ থিমড কেক। হালকা নীল রঙা কেকের উপরে বানানো একটি ছোট্ট টেডি বিয়ার। মা যতক্ষণে কেক কাটছে ততক্ষণে কেক খাওয়াও হয়ে গিয়েছে আদির। নীল প্রিন্টেড টিশার্ট ও লাল প্যান্টে সেজেছিল বার্থডে বয়। বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ মজা করেই কেক কেটেছে সে।
https://www.instagram.com/reel/CWK7YNEBqwX/?utm_medium=copy_link
সুদীপা আগে জানিয়েছিলেন, এ বছরে আদিদেবের বড় দাদা আকাশ ভাইয়ের জন্য তাঁর রেস্তোরাঁর প্রধান শেফকে নিয়ে আসছেন। অগ্নিদেব খেলার ছোট্ট তাঁবু উপহার দেবেন ছেলেকে। গোটা চট্টোপাধ্যায় বাড়ি সেজে উঠবে বেলুনে। নাচগানের পাশাপাশি খাবার দাবারের এলাহি আয়োজনও থাকবে।

বড়দের বন্ধুবান্ধবদের সঙ্গে খুদেদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। হালের ট্রেন্ড মেনে আমন্ত্রিতদের জন্য রিটার্ন গিফটেরও বন্দোবস্ত থাকবে। সেসবই প্যাকিং চলছে। সুদীপা আরো জানিয়েছিলেন, আদিদেবও নাকি বায়না ধরেছে তাকেও রিটার্ন গিফট দিতে হবে।
প্রথমবার মায়ের কুকিং শো রান্নাঘরেও আসছে আদিদেব। মাকে ‘ম্যাজিক পমফ্রেট’ রাঁধতে সাহায্য করবে সে। সংবাদ মাধ্যমকে সুদীপা জানিয়েছেন, এখনকার বাচ্চাদের মাছের প্রতি অনীহা দূর করতেই আদিদেবকে বিশেষ অতিথি করে আনা হচ্ছে। দারুন মজা করে নাকি শুটিং করেছেন দুজনে।





Made in India