বাংলাহান্ট ডেস্ক : টলি (Tollywood) ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় মুখ সুদিপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। কখনও খলনায়িকার চরিত্রে ধরা দিয়েছেন তিনি। তো কখনও আবার ধরা দিয়েছেন পার্শ্ব চরিত্রে। বর্তমানে জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
আগামী মাসের ১ তারিখেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ওরফে ‘সোহাগ জল’ সিরিয়ালের বেণী বৌদি। অভিনেত্রীর হবু স্বামী সহ শ্বশুর বাড়ির সকলেই যুক্ত রাজনীতি সঙ্গে। প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সীর পুত্র সৌম্য বক্সীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সুদীপ্তা। আপাতত জোড়কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তার আগে সিরিয়ালের সেটে আইবুড়ো ভাত খেলেন সুদীপ্তা।

বর্তমানে জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে ‘সোহাগ জল’ ধারাবাহিক। এই সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ্তাকে। ভাসুরের সঙ্গে ফষ্টিনষ্টি করে দেওরকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে এবার তিনি বাস্তবে বসতে চলেছেন বিয়ের পিড়িতে।

এদিন আইবুড়ো ভাত উপলক্ষে শ্যুটিং সেটে করা হয়েছিল বিশেষ আয়োজন। বাজল বিয়ের সানাই। সাজানো হয়েছিল মেকআপ রুমের অন্দর। মাটির পাত্রে পরিবেশন করা হয়েছিল খাবার। অনস্ক্রিন শাশুড়ি, জা, ননদরা উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে সুদীপ্তাকে খাওয়ালেন আইবুড়ো ভাত। হাজির ছিলেন ক্যামেরার পেছনের কলাকুশলীরাও।
View this post on Instagram
টিমের এহেন আয়োজন দেখে আনন্দিত হয়েছেন সুদীপ্তা। এদিন গোলাপি রঙের ঢাকাই শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। মাথায় পড়েছিলেন জুঁই ফুলের মালা। গলায় নেকপিস এবং কপালে ছোট্ট টিপ। আইবুড়ো ভাতের মেনুতে ছিল রকমারি খাবার। পাঁচ রকম ভাজা থেকে শুরু করে পাবদা মাছের ঝোল, চিকেন সহ স্থান পেয়েছিল নানান পদবী।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সৌম্যর সঙ্গে প্রেম করছেন সুদীপ্তা। ২০২১ সালেই বাজার কথা ছিল বিয়ের সানাই। কিন্তু করোনা পরিস্থিতির জেরে থমকে যায় সবকিছুই। পিছিয়ে যায় বিয়ের দিনক্ষণ। অবশেষে চার হাত এক হতে চলেছে সৌম্য-সুদীপ্তার।





Made in India