বাংলাহান্ট ডেস্কঃ রোজকার মত করে শনিবার অর্থাৎ আজ দুপুরেও বালুরঘাটের বাড়িতে খেলছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) তিন বছরের ছোট্ট মেয়েটা। কিন্তু খেলতে খেলতে ঘটে যায় ছন্দ পতন। আচমকাই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে একরত্তি মেয়েটি। ভর্তি করা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গিয়েছে, বালুরঘাটের বাড়িতে শনিবার দুপুরে খেলছিল সুকান্ত মজুমদারের তিন বছরের ছোট্ট মেয়েটা। তখন হঠাৎই কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় সুকান্ত মজুমদারের ছোট্ট শিশু কন্যা। তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করা হওয়া বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সিসিইউতে।

শেষ পাওয়া খবর অবধি, এখনও জ্ঞান ফেরেনি সুকান্ত মজুমদারের ছোট মেয়েটার। দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে রয়েছে গোটা মজুমদার পরিবার। তাঁরা হাসপাতালেই রয়েছেন চিকিৎসকদের থেকে মেয়ের সুস্থতার কথা শোনার অপেক্ষায়। সেখানে উপস্থিত রয়েছেন কয়েজন বিজেপির নেতা-কর্মীরাও।
জানা গিয়েছে, শুক্রবার রাতেই বালুরঘাটে বাড়িতে ফেরেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের জেলা কার্যালয়ে নেতৃত্ব এবং দলের জনপ্রতিনিধিদের নিয়ে শনিবার দুপুরে তাঁর একটা বৈঠক ছিল। কিন্তু সেখানে যাওয়ার আগেই ঘটে যায় এই বিপত্তি। বর্তমান সময়ে মেয়েকে নিয়েই উৎকণ্ঠায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
যদিও এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের কাছে মুখ খলেননি বিজেপির রাজ্য সভাপতি ও তার পরিবারের সদস্যরা। এখনও অবধি তাঁর মেয়ের অসুস্থতার কারণও জানা যায়নি।





Made in India