বাংলা হান্ট ডেস্ক : বর্ষশেষে দেশের কন্যা সন্তানদের মেগা উপহার দিল নরেন্দ্র মোদী সরকার। নয়া বছর শুরুর মাত্র দু’দিন আগেই সুকন্যা সমৃদ্ধি যোজনার (Sukanya Samriddhi Yojana) সুদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র (Central Government)। সেই সাথে বাড়ানো হল টার্ম ডিপোজিটে সুদের হার (Interest Rate)। অর্থাৎ নতুন বছর শুরু হতেই মিলবে আরও বেশি টাকা। শুক্রবারই এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রক।
সূত্রের খবর, ২০২৪ এর শুরু থেকেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আরও বেশি সুদ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়াও দেশে তিন বছর মেয়াদের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি রয়েছে সেগুলিতেও সুদের হার বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। সেই সাথে আগামী বছরের জানুয়ারি থেকেই বেশি সুদ মিলবে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও।
কেন্দ্রের এই নয়া ঘোষণার পর সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার হবে ৮.২ শতাংশ। যেখানে আগে এই সুদের হার ছিল ৮ শতাংশ। এদিকে তিন বছর মেয়াদের ডিপোজিটের সুদ বেড়ে দাঁড়াবে ৭.১ শতাংশ। এই দুই ক্ষেত্রে সুদ বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-র সুদের হার। সেই সাথে বদলানো হয়নি সেভিংস ডিপোজিটে সুদের হার। জানিয়ে দিই, যে দুটি স্কিমের সুদ বেড়েছে এগুলি ব্যাঙ্কে নয় বরং পোস্ট অফিস দ্বারা পরিচালিত হয়।
আরও পড়ুন : কোথায় রাখবেন নিজের কষ্টার্জিত টাকা? দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কেগুলির নাম জানালো RBI

এদিকে কোনও পরিবর্তন আনা হয়নি কিষান বিকাশ পত্র বা KVP ও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC-এর সুদের হারে। এই মুহূর্তে KVP-তে যারা বিনিয়োগ করেছেন তারা ১১৫ মাসের বিনিয়োগের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ পান। সেই সাথে NSC-তে বিনিয়োগকারীরা সুদ পাচ্ছেন ৭.৭ শতাংশ হারিয়ে। তবে যদি কেউ কম বিনিয়োগের কোনও স্কিমের খোঁজ করছেন তারা মানস্থি ইনকাম স্কিমের কথা ভেবে দেখতে পারেন। এতেও ৭.৪ শতাংশ হারে সুদ দিচ্ছে সরকার।





Made in India