বাংলাহান্ট ডেস্ক: পর্দায় তাঁকে বরাবরই দেখা গিয়েছে ‘মাচো ম্যান’ হিসাবে। পেশিবহুল শরীর, বাজখাঁই কণ্ঠস্বরে নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছেন সানি দেওল (Sunny Deol)। অনেকদিন পর আবারো সিনেমায় ফেরার কথা ধরম-পুত্রের। তার মাঝেই এল খারাপ খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাচ্ছেন সানি।
কী হয়েছে অভিনেতার? গুরুতর কোনো অসুখ? না, ভক্তদের চিন্তার কোনো কারণ নেই। সানি দেওলের মুখপাত্র জানান, সপ্তাহ কয়েক আগে ছবির শুটিংয়ের সময়ে পিঠে চোট পেয়েছিলেন অভিনেতা। প্রথমে মুম্বইয়েই চিকিৎসা করিয়েছিলেন তিনি। আরো ভাল চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দেন তিনি। দু সপ্তাহ আগে বিদেশে পৌঁছেছেন তিনি।

অসুস্থ হওয়ায় নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি সাংসদ সানি দেওল। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের সময়েও বিদেশে ছিলেন তিনি চিকিৎসার জন্য। এখনো পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ হয়নি তাঁর। সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরেই দেশে ফিরবেন সানি।
আগামীতে একগুচ্ছ ছবির কাজ হাতে রয়েছে সানি দেওলের। অনেকদিন পর বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। আর বালকি পরিচালিত ‘চুপ’ ছবিতে পূজা ভাট এবং দালকার সলমানের সঙ্গে অভিনয় করবেন তিনি। আসছে ‘গদর ২’।
মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছিলেন, ‘দু দশক পর শেষমেষ অপেক্ষার অবসান! দশেরার শুভদিন উপলক্ষে গদর ২ এর মোশন পোস্টার সামনে আনলাম আপনাদের জন্য। কথা চলতে থাকবে।’ সানি আরো জানিয়েছেন হিন্দি ছবির দুনিয়ায় এটাই সবথেকে বড় সিক্যুয়েল হতে চলেছে।
এছাড়াও ‘আপনে ২’ এবং ‘সূর্য’ ছবিতেও দেখা যাবে সানিকে। জানা যাচ্ছে, মালয়ালম ছবি ‘জোসেফ’ এর হিন্দি রিমেক হতে চলেছে এই ছবি। গত এপ্রিল মাসে ছবি থেকে নিজের প্রথম লুক প্রকাশ্যে আনেন সানি।





Made in India