বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানির (daboo ratnani) বেশ জনপ্রিয়তা রয়েছে। প্রতি বছরই তাঁর ক্যালেন্ডারের জন্য নয়া নয়া পোজে ফটোশুট করেন জনপ্রিয় তারকারা। আর প্রতি বারই ভাইরাল হয় সেই সব ফটোশুট (photoshoot)।
গত বছরের শুরুতে ডাবু রত্নানির ক্যালেন্ডারের জন্য টপলেস (topless) ফটোশুট করে চমকে দিয়েছিলেন কিয়ারা আডবানী। একটি পাতার আড়ালে টপলেস অবস্থায় ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিলেন। তবে কিয়ারাই প্রথম নন, এর আগে আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, বিদ্যা বালান, সানি লিওন (sunny leone) সহ অনেকেই টপলেস ফটোশুট করেছেন ডাবুর ক্যালেন্ডারের জন্য।

এবার ফের ডাবুর ক্যামেরায় টপলেস অবস্থায় ধরা দিলেন সানি লিওন। একটি বড়সড় টুপির আড়ালে লুকিয়েছেন নগ্ন শরীর। টুপির রঙের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছেন হাই হিলস। ডাবু রত্নানির ক্যালেন্ডারের এই শুটের মধ্যে দিয়েই গ্রীষ্মকে স্বাগত জানিয়েছেন সানি। ১৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ছবিতে লাইকের সংখ্যা। নেটিজেনরা চমকিত সানির লাস্য দেখে।
https://www.instagram.com/p/CQDmUiRjryz/?utm_medium=copy_link
গত বছর ডাবুর ক্যালেন্ডার ফটোশুটের জন্য টপলেস অবস্থায় একটি বইয়ের পেছনে নিজেকে আড়াল করেন সানি। একটি বিশাল আকারের বইয়ের পেছনে টপলেস অবস্থায় পোজ দিয়েছিলেন অভিনেত্রী। তুমুল ভাইরাল হয়েছিল সেই ছবিটিও। তাছাড়াও গত বছরে সানির চূড়ান্ত হট লকডাউন সিরিজের প্রতিটি ছবিই তুলেছিলেন ডাবু রত্নানি।
https://www.instagram.com/p/CQDlsZtn-Uw/?utm_medium=copy_link
প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে সানির হাতে। ঐতিহাসিক ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধ নিয়ে এবার তৈরি হতে চলেছে ছবি। ছবির নাম, ‘দ্য ব্যাটল অফ ভীমা কোরেগাঁও’। সেই ছবিতেও গুপ্তচরের চরিত্রে দেখা যাবে সানিকে। পাশাপাশি একজন নৃত্যশিল্পীর ভূমিকাতেও অভিনয় করবেন তিনি। সানির সঙ্গে ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন রামপালও। মাহার যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া অনামিকা ছবিতেও অভিনয় করছেন সানি।





Made in India