বাংলাহান্ট ডেস্ক: তথাকথিত প্রথম সারির অভিনেত্রী না হলেও বলিউডে (Bollywood) বেশ জনপ্রিয় সানি লিওন (sunny leone)। সম্পূর্ণ নিজের চেষ্টায় সকলকে তিনি আপন করে নিয়েছেন, ভালবাসতে বাধ্য করেছেন। সেই সঙ্গে অতীত পেছনে ফেলে এগিয়ে চলেছেন আরও উজ্জ্বল এক ভবিষ্যতের দিকে।
বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি।

লকডাউনের মধ্যেই ভারত ছেড়ে লস অ্যাঞ্ছেলসে পাড়ি দিয়েছিলেন সানি। সেখানে নিজের বাংলোতেই স্বামী ড্যানিয়েল, তিন ছেলে মেয়ে নিশা, আশার ও নোয়াকে রয়েছেন অভিনেত্রী। টুকটাক কাজের ফাঁকে চুটিয়ে উপভোগ করছেন পরিবারের সঙ্গে কাটানো এই দিনগুলো। আর সেই সঙ্গে অনুরাগীদের জন্যও শেয়ার করছেন ছবি, ভিডিও।
https://www.instagram.com/p/CD8SvCZDaOO/?igshid=1ev1avivlblfv
সম্প্রতি ফের একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। ছবিতে নীল বিকিনি পরে অলস ভাবে বিছানায় শুয়ে রয়েছেন সানি। তাঁর আবেদনময়ী চোখের চাহনি পুরুষ হৃদয়ে ফের ঝড় তুলছে।
https://www.instagram.com/p/CEQoz2QjFJ_/?igshid=15it2hr9whhfe
ক্যাপশনে সানি লিখেছেন, ‘রবিবারের বিকেলগুলো কোনো কাজ না করে এভাবেই কাটে’। মাত্র ৪ ঘন্টাতেই ১০ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে সানির ছবিতে। নেটদুনিয়ায় রীতিমতো উষ্ণতার পারদ চড়াচ্ছে এই ছবি।
https://www.instagram.com/p/CCkZ01_jf3U/?igshid=1ihk8knda062r
নীল বিকিনিতে এর আগেও বেশ কয়েকটি ফটোশুট করেছেন সানি। লকডাউনে একটি বিশেষ সিরিজ করেছিলেন তিনি। নিত্য নতুন বিকিনি ছবি শেয়ার করেছিলেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।
https://www.instagram.com/p/B-9O0sQDu45/?igshid=1rl1gu46o4bmf
লস এঞ্জেলসে যাওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন সানি। মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টা হ্যান্ডেলে। কখনও নিজের মেকআপ ব্র্যান্ডের প্রমোশন তো কখনও পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি, ভিডিও সবই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/B-rTXVzj_Oy/?igshid=lcv02qovmjja
করোনা আতঙ্কের মধ্যেই ক্যালিফোর্নিয়াতে চুটিয়ে মজা করতে ছাড়ছেন না তিনি। সম্প্রতি ছুটি কাটাতে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন সানি।
https://www.instagram.com/p/B-btpDVD_6c/?igshid=u92ls0rw727p
সমুদ্র সৈকতে অভিনেত্রীকে দেখা গিয়েছে নীল রঙের বিকিনিতে। সঙ্গে চোখে রোদচশমা ও মাথায় টুপি। সমুদ্র সৈকতে যেন ঝলমল করছেন সানি। পাশে একই রকম হ্যান্ডসাম দেখাচ্ছে স্বামী ড্যানিয়েলকেও। একসঙ্গে নিজস্বীও তোলেন সানি ও ড্যানিয়েল।





Made in India