বাংলাহান্ট ডেস্ক: ভয়ঙ্কর কাণ্ড! ছুরি দিয়ে নিজেরই আঙুল কেটে বসেছেন সানি লিওন (Sunny Leone)। ভয় পেয়ে ডাকাডাকি করছেন স্বামী ড্যানিয়েলকে (Daniel Weber)। তিনিও এসে পরিস্থিতি দেখে ভয় পেয়ে গিয়েছেন। কিন্তু ডাক্তার ডাকার কথা উঠতেই সামনে আসে আসল ঘটনা।

না, সত্যি সত্যি আঙুল কাটেনি সানির। এসবই আসলে সাজানো, পূর্ব পরিকল্পিত। আর এসবই যার মাথায় এসেছে তিনি হলেন খোদ সানি। ড্যানিয়েলকে বোকা বানানোর জন্যই এই প্র্যাঙ্কটা করেছেন তিনি। অবশ্য কিছু যে একটা করতে যাচ্ছেন তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ড্যানিয়েল নতুন গান লিখতে বসবেন। এই সময় অন্য কোনও দিকেই মনোযোগ থাকে না তাঁর, এমনটাই জানিয়েছিলেন সানি।
https://www.instagram.com/p/B_t6pnkjYJX/?igshid=1s72t6a3tsjh7
আর এই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। ফলও যে হাতে নাতে মিলেছে তা বলাই বাহুল্য। ভিডিওর ক্যাপশনে সানি অবশ্য জানিয়ে দিয়েছেন তাঁর আঙুল অক্ষতই রয়েছে। বিষয়টা আরও আসল করে তোলার জন্য একটা পচা কলা ব্যবহার করেছেন তিনি। আর তাতেই কাত ড্যানিয়েল।
https://www.instagram.com/p/B_ubFV4DZvx/?igshid=17g6psea7tigq
সানি যে মজা করতে খুব ভালবাসেন তা অনেকেই জানেন। তাই লকডাউনে বাড়ি বসে যে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে অনুরাগীদের মনোরঞ্জন করতে কোনও কসুর করবেন না তিনি তা বলা বাহুল্য। কিছুদিন আগে পর্যন্ত একটি ফটোশুটের সিরিজ করছিলেন সানি। তারপর শুরু করেন একটি লাইভ শো, লকডআপ উইথ সানি। বাড়িতে বসেই নানান তারকাদের সঙ্গে লাইভে আড্ডা দিতে দেখা যায় তাঁকে। এই কাজে তাঁকে সাহায্য করেন ড্যানিয়েলও।
https://www.instagram.com/p/B_LG3wuj3_9/?igshid=1lnrjmb18xqlo
সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে দুজনের খুনসুটি। কিছুদিন আগেই মজা করে একটি ভিডিও শেয়ার করেছিলেন ড্যানিয়েল। সেখানে তিনি অভিযোগ করেন বাড়িতে বসেও নাকি কোনও কাজই করছেন না সানি। হয় সারাক্ষণ ঘুমোচ্ছেন নাহলে সেলফি তুলে যাচ্ছেন। এমনকি তাঁর রান্নাও নাকি একেবারেই ভাল না বলেও দাবি করেন ড্যানিয়েল।
https://www.instagram.com/p/B_W-BWVjv2Q/?igshid=1ff9uw0e7ucaq
কিন্তু ভিডিওর মাঝেই হঠাৎ করে চলে আসেন সানি। ড্যানিয়েলকে এই কাণ্ড করতে দেখে বেশ রেগেও যান। এর প্রতিশোধও নেবেন বলে জানান তিনি। সেই প্রতিশোধই এবার নিলেন সানি। আসলেই যে এই লকডাউনে তাঁর বাড়িতে কি হচ্ছে সেটাই দেখালেন তিনি। ভিডিওতে তিনি দেখান, রান্না করতে করতে পুড়িয়ে ফেলছেন ড্যানিয়েল। শরীরচর্চার বালাই নেই, শুধু শুয়ে বসে কাটাচ্ছেন নাহলে সেলফি তুলছেন।
https://www.instagram.com/p/B_oh5sJDgqL/?igshid=srr3j5ei99vf
ভিডিওর ক্যাপশনে সানি লিখেছেন, ‘আপনাদের জন্য সত্যিটা তুলে ধরলাম। ড্যানিয়েল সারাক্ষণ শুয়ে বসেই কাটিয়ে দেয়’। তবে বেশ বোঝা যাচ্ছে এই ভিডিওটিও মজা করেই করেছেন তিনি। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন দুজনের এই মিষ্টি খুনসুটি দেখে।





Made in India