বাংলা হান্ট ডেস্কঃঘোষিত মানের চেয়ে বেশি যোগ্যতা থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। একটি মামলার শুনানিতে এমনই রায় দিয়েছিল ঝাড়খন্ড হাইকোর্টের একক ও দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার হাইকোর্টের সেই রায় খারিজ করে দিয়ে ওই মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে শুধুমাত্র ঘোষিত মানের চেয়ে বেশি যোগ্যতা আছে বলে আবেদন বাতিল করা যাবে না।
সুপ্রিম (Supreme Court) নির্দেশে বিরাট শোরগোল
প্রসঙ্গত ফুড সেফটি অফিসার পদে আবেদন করা স্নাতকোত্তর মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি উত্তীর্ণদের আবেদন বাতিল হওয়ায় এই মামলা করা হয়েছিল। বলা হয়, বিজ্ঞাপনে ঘোষিত মানের চেয়ে বেশি যোগ্যতা ছিল ওই আবেদনকারী প্রার্থীদের। এক্ষেত্রে ঝাড়খন্ড হাইকোর্টের যুক্তি ছিল বিজ্ঞাপনে আবেদন চাওয়া হয়েছিল ডিগ্রি প্রাপ্তদের থেকে। তাই আবেদনকারীদের প্রার্থীপদ বাতিল করায় কোনও ভুল নেই। এবার সেই রায় খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)।
আরও পড়ুন: ‘গোটা দল ওঁর…’! দিলীপ ঘোষ প্রসঙ্গে যা বললেন শুভেন্দু, তোলপাড় রাজ্য-রাজনীতি
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই মামলায় জানিয়েছে, বিজ্ঞাপনে ডিগ্রি শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই স্নাতক ছাড়াও স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রাপ্তরাও আবেদন করতেই পারেন। তাছাড়া ওই বিজ্ঞাপনে নির্দিষ্ট করে কোনো ডিগ্রি গৃহীত হবে না বলে উল্লেখ করা ছিল না।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১৯৫৬ সালের আইন বলছে, ডিগ্রি বলতে মূলত স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রিকেই বোঝানো হয়। একইসাথে বলা হয়েছে,নির্দিষ্টভাবে কোনও ডিগ্রি গৃহীত হবে না বলে উল্লেখ করা না থাকলে, ওই তিন স্তরের ডিগ্রিকেই গ্রহণ করতে হবে। এদিন সুপ্রিম রায়ে এমনটাই জানিয়েছে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ।





Made in India