বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) রমরমা। এই শিক্ষক কেলেঙ্কারি মামলাতেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বহুজনা। এদিকে কিছুদিন আগে সমতলের পর পাহাড়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসে। পাহাড়ে শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে তদন্ত করছিল সিবিআই (CBI)। এদিন GTA দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিত্ বসুর সিঙ্গল বেঞ্চ। রিপোর্টও তলব করা হয়েছিল সিবিআই এর কাছে। বিচারপতির একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর সেখানেই হল সুরাহা।
এদিন আদালতে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘রাজ্য পুলিসের তদন্ত কেন যথার্থ নয়? কেন সিবিআই তদন্তের প্রয়োজন? হাইকোর্টকে বলতে হবে’। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘শুধুমাত্র খুব বিরল ক্ষেত্রেই এই ধরনের নির্দেশ দেওয়া যেতে পারে। সেটাই উচ্চ আদালত কেন পুলিসের তদন্ত অন্য়ায্য বা নিরপেক্ষ নয় মনে করার কারণ নথিভুক্ত করার পর’। এরপরই রাজ্যের দাবি মেনে CBI তদন্তের আর্জি খারিজ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, পাহাড়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক শাসকদলের নেতাদের বিরুদ্ধে এফআইআর ঠুকেছিল খোদ রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতরের করা অভিযোগের ভিত্তিতে উত্তর বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: আরজি কর কাণ্ড এবার পর্দায়! ‘আগমনীঃ তিলোত্তমাদের গল্প’ নিয়ে আসছেন তৃণমূলের রাজন্যা, রিলিজ কবে?
পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের দায়ের করা অভিযোগে নাম রয়েছে বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও। জিটিএ-র স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে এদের বিরুদ্ধে।





Made in India