বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর এক বছর পর হঠাৎ করেই সক্রিয় মৃত্যুমামলা। এই এক বছরে একাধিক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ আর গ্রেফতারের পরেও অভিনেতার মৃত্যু রহস্যের কোনো সমাধানই হয়নি। সমস্ত উত্তেজনা এক রকম স্তিমিতই হয়ে গিয়েছে। এতদিন পরে আচমকাই ফের খবরের শিরোনামে উঠে এল সুশান্তের নাম।
সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার হলেন প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু তথা হোটেল ব্যবসায়ী কুণাল জানি। বৃহস্পতিবার মুম্বইয়ের খার এলাকা থেকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হন তিনি। সুশান্তের মৃত্যুর পর থেকেই নাকি গা ঢাকা দিয়েছিলেন কুণাল। অবশেষে এতদিন পর তাঁর নাগাল পেল পুলিস।

ধৃত কুণাল জানিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। এতদিন কোথায় লুকিয়ে ছিলেন তিনি খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। সুশান্তের মৃত্যুর পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়। যারা এক সময় প্রয়াত অভিনেতার হয়ে বিচার দাবি করেছিলেন তারাও এখন ঝিমিয়ে গিয়েছেন।
মাস কয়েক আগেই প্রয়াত সুশান্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হঠাৎ করেই বড়সড় বদল চোখে পড়েছিল নেটিজেনদের। অভিনেতার পুরনো একটি ছবি নতুন করে জায়গা পেয়েছিল তাঁর ডিসপ্লে পিকচারে। আর তা দেখা মাত্রই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েছিলেন নেটনাগরিকরা। কারোর মন্তব্যে বিস্ময় আবার কেউ বিদ্রূপ শুরু করে দিয়েছিলেন।
আসলে সুশান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘স্মরণীয়’ করে রাখা হয়েছে। কিন্তু তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি এখনো মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে। অভিনেতার পি আর টিমই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালনা করে। গত বছর তাঁর মৃত্যুর পরে আরো তিনটি পোস্ট করা হয়েছে। তারাই অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারটি বদলেছে। আর তাতেই যত শোরগোল পড়েছিল নেটদুনিয়ায়।
 
			 





 Made in India
 Made in India