রিয়া চক্রবর্তীর (Rhea chakrabarty) মুক্তিতে একেবারেই খুশি হতে পারেন নি সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) ফ্যানরা। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় ১ মাস পর বুধবার বোম্বে হাইকোর্ট রিয়ার মুক্তি মিলেছে। রিয়ার মুক্তির খবরে সুশান্তের প্রতি ন্যায় বিচারের দাবিতে ভক্তরা জন্তর মন্তরে ধর্ণায় বসেছেন।

বলা বাহুল্য, বোম্বে হাইকোর্টের এই সিদ্ধান্তে সুশান্তের ভক্তরা একেবারেই খুশি হন নি। তারাদিল্লির যন্তর মন্তরে সুশান্তের ছবিকে সামনে রেখে ক্রমাগত স্লোগান দিচ্ছেন। সিবিআইকে উত্সাহিত করে তারা স্লোগান দিচ্ছেন – ‘সিবিআই আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি’।
প্রসঙ্গত, রিয়া জামিন পেয়েছেন ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে। রিয়াকে পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে। এমনকি মুম্বাইয়ের বাইরে যাওয়ার জন্যও তাকে অনুমতি নিতে হবে। পাশাপাশি, যখনই রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, তাকে হাজির হতে হবে। এই তিন শর্তেই মুক্তি পেয়েছেন রিয়া।
জানিয়ে রাখি, কিছুদিন আগে AIIMS সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছে। পাশাপাশি সুশান্তের পোস্টমর্ডাম রিপোর্টেও কোনো ভুল ছিল না বলে জানা গিয়েছে। এমনকি CBI ও জানিয়েছে সুশান্তের ঘর থেকে এমন কিছু তারা পান নি যাতে সুশান্ত হত্যার তত্ত্ব প্রতিষ্ঠা পায়।





Made in India