বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়া এবং আজকাল ইন্সটাগ্রামে কখনও কাশ্মীরি বয়ফ্রেন্ডের সঙ্গে এক্সারসাইজের ভিডিও দিচ্ছেন তো কখনও মেয়েদের সঙ্গে নাচের ভিডিও ৷ ইনস্টাগ্রামে এভাবে ভিডিও পোস্ট করেই খবরে রয়েছেন সুস্মিতা সেন।সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি সেই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই দর্শক পেল সুখবর। তবে এবার সুস্মিতার জীবনে নতুন খবর ৷ ফের রুপোলি পর্দায় হয়তো ফিরতে চলেছেন রুপোলি পর্দার ডিভা।
প্রসঙ্গত ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন সুস্মিতা ৷ যেখানে দেখা যাচ্ছে মেকআপ ভ্যানে বসে মেকআপ করছেন তিনি ৷যা দর্শকদের কাছে সত্যিই পড়ে পাওয়া চোদ্দো আনা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুস্মিতা সেন লিখলেন, ‘রাউন্ড
টু…আবার ফিরছি ৷’ আর হ্যাশট্যাগে লিখলেন, দুগ্গা দুগ্গা !





Made in India