বাংলাহান্ট ডেস্ক: গুঞ্জনই সত্যি হল। বলিউডে বিয়ের মরশুমের মাঝে খারাপ খবর শোনালেন সুস্মিতা সেন (sushmita sen)। রোহমান শলের (rohman shawl) সঙ্গে সম্পর্ক ভাঙলেন বাঙালি কন্যে। জল্পনায় শিলমোহর দিয়ে তিনি জানালেন, সম্পর্কটা আর নেই ঠিকই। তবে বন্ধুত্বটা থেকে যাচ্ছে।
বৃহস্পতিবার আচমকাই খবর ছড়িয়ে পড়ে সংসারে ফাটল ধরেছে সুস্মিতা ও রোহমানের। বেশ কয়েক বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। সুস্মিতা ও তাঁর দুই মেয়ের সঙ্গে অভিনেত্রীর বাড়িতেই থাকতেন রোহমান। কিন্তু শোনা গিয়েছিল যে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি। আপাতত এক বন্ধুর বাড়িতে থাকছেন তিনি। কিন্তু আচমকা কেন এই বিবাদ, আর কি সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই? এমনি সব প্রশ্ন উঠছিল নেটনাগরিকদের মনে।

গুঞ্জনের অবসান করলেন সুস্মিতা নিজেই। রোহমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধুই থাকছি। অনেকদিন চলল এই সম্পর্কটা। ভালবাসাটা থেকে যাবে।’ কোনো রকম রাখঢাক, অভিযোগ বিদ্রুপ না করে যেভাবে স্পষ্ট কথায় বিচ্ছেদের কথাটা তিনি জানালেন তাতে সুস্মিতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। খারাপ খবর শুনেও অনুরাগীরা বললেন, সুস্মিতা সত্যিই খুব সাহসী।
অনেকদিন ধরেই দুজনের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। কবে বিয়ে করছেন তাঁরা? কৌতূহলে ফুটছিল নেটনাগরিকরা। একাধিক বার এই প্রশ্নের মুখে পড়েওছিলেন এই জুটি। কিন্তু প্রতিবারই হাসিমুখে এড়িয়ে গিয়েছিলেন তাঁরা।
কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রোহমান জানিয়েছিলেন, আপাতত তাঁরা সুস্মিতার নতুন ওয়েব সিরিজ ‘আরিয়া ২’ এর সাফল্য উপভোগ করছেন। তবে যখনি বিয়ে করুন না কেন, সকলকে প্রকাশ্যেই সুখবরটা জানাবেন তাঁরা। কিন্তু প্রিয় অভিনেত্রীর বিয়ে দেখা হল না অনুরাগীদের। বছর শেষে জুটির সম্পর্ক ভাঙার খবরে মন খারাপ সুস্মিতা ভক্তদের।
 
			 





 Made in India
 Made in India