বাংলা হান্ট ডেস্ক : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘মন কি বাত’-র (Man ki Baat) শততম পর্ব(100 Episodes)। সারা দেশে প্রায় ৪ লক্ষ জায়গায় সাধারণ মানুষকে এই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছে বিজেপি (BJP)। তেমনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রামেও এই অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করা হয়। সেখান থেকে আবার লাইভ করা হয় শুভেন্দুর ফেসবুক অ্যাকাউন্টে। বিজেপি বিধায়ক এদিন লেখেন, ‘নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগর হাইস্কুল মাঠে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদি জীর ‘মন কি বাত’ এর ১০০ তম পর্বের সম্প্রচার কার্যক্রম।’
কী বললেন প্রধানমন্ত্রী? মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বে এই অনুষ্ঠানের শ্রোতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মন কি বাত অনুষ্ঠানের শ্রোতাদের আমার অন্তর থেকে ধন্যবাদ। আমার দেশবাসী শ্রোতাদের অভিনন্দন।’ এদিন মন কি বাত অনুষ্ঠানের ১০০ তম পর্বে বক্তব্য রেখে নতুন কীর্তি স্থাপন করলেন মোদি। সেই পর্বের শুরুতেই মন কি বাত অনুষ্ঠানের কথা উঠেছে এসেছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘মন কি বাত’ কোটি কোটি ভারতীয়ের মন কি বাত। ভারতীয়দের মনের অনুভূতি এই অনুষ্ঠান প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিচ্ছন্ন রাখতে হবে পর্যটন কেন্দ্র : ‘মন কি বাত’-এর ১০০ তম পর্বে অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন মোদি। তিনি জানান, এই অনুষ্ঠানে আত্মকেন্দ্রিকতা থেকে সমষ্টির পথের যাত্রা। দেশের বিভিন্ন প্রান্তের নায়কদের তুলে ধরেছে এই অনুষ্ঠান। দেশে পর্যটন শিল্প বাড়ছে। পর্যটন শিল্পে আরও গতি আনতে পরিচ্ছন্নতায় জোর দিতে হবে। নদী, জঙ্গল, পাহাড়, পুকুর, ধর্মীয়স্থান, পর্যটনস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এমনই জানালেন প্রধানমন্ত্রী মোদি।
নারীশক্তির অগ্রসর : ‘বেটি বাঁচাও বেটি পড়াও’অভিযান হরিয়ানার লিঙ্গ অনুপাতের উন্নতি ঘটিয়েছে। হরিয়ানা থেকেই এই অভিযান শুরুর কথা স্মরণ করালেন প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এ সংক্রান্ত প্রচার মানুষের মনে কন্যা সন্তান নিয়ে সচেতনতা গড়ে তুলেছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
https://www.facebook.com/watch/?v=1703911650042254
শুভেচ্ছা জানাল রাষ্ট্রপুঞ্জ : ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রপুঞ্জেও। এই পর্বে বিদেশিদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে মোদিকে। রাষ্ট্রপুঞ্জের আধিকারিকদের সঙ্গেও কথা বললেন মোদি। ভারতের শিক্ষা-সংস্কৃতির সংরক্ষণের প্রস্তাব ইইনেস্কোর আধিকারিকরা দিলেন বলে জানালেন মোদি। ইউনেস্কোর ডিরেক্টর জেনারাল অভিনন্দন জানালেন মোদিকে।





Made in India