বাংলাহান্ট ডেস্ক : পরপর দুদিন বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে রাজ্যের দুই এলাকা। রাজনৈতিক কর্মীদের মৃত্যুর খবর প্রকাশ্যে আছে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার কর্মীদের মৃত্যুর ঘটনা সামনে আসতেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে প্রশ্ন তুললেন রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েও।
রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন, গুজরাত–উত্তর প্রদেশে তো বোমা ফাটে না? এদিন শুভেন্দু বলেন, ‘রাজ্যের আইন শৃঙ্খলা বেহাল। উড়িষ্যাতে বোম ফাটে না। সেখানে বিজেপির সরকার নেই। নবীন পট্টনায়কের সরকার রয়েছে। আর বিজেপিশাসিত রাজ্যে কোথাও ফাটে না। বারেবারে যে উত্তর প্রদেশ, গুজরাতের ভয় দেখায় সংখ্যালঘু মুসলিমদের সেখানে কোনও দিন বোম ফাটে না।”
বিরোধী দলনেতার কথায়, বিজেপি (Bharatiya Janata Party) শাসিত রাজ্যগুলোতে সবাই ধর্ম কর্ম শিক্ষা স্বাস্থ্য নিয়ে নিজেদের মতো করে বেঁচে আছে। পাশাপাশি সেই রাজ্যগুলোতে সুশাসনের কথাও উল্লেখ করেন গেরুয়া শিবিরের এই নেতা। একই সঙ্গে বাংলার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এখানে ৫০০ টাকার ভাতা আছে, ডিয়ার লটারি আছে, ২৮ টাকার মদের বোতল আছে’।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে তৃণমূল নেতা মনিরুল খানের বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। বাসন্তীর ভারতী মোড়ের কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণে মৃত ১,আহত ৩ জন। অন্যদিকে, রাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গী নিউটন শেখ বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে প্রাণ হারান। বাসন্তীর ঘটনায় বাড়ির মালিককে এবং মাড়গ্রামের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।





Made in India