বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি ঠিকই তবে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। গতকাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় (Chandrakona) বিশাল জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়ে শুধু দলের কর্মীদের উদ্দেশে বার্তাই নয়, মঞ্চে দাঁড়িয়েই গায়ে তুলে নিলেন নয়া জার্সি। তবে কী লেখা তাতে?
এদিন সাদা জামায় লাল রঙে লেখা ‘নো ভোট টু মমতা’ জার্সি পড়েন নন্দীগ্রামের বিধায়ক। কিছুদিন আগেই মমতাকে ভোট না দেওয়ার স্লোগান তুলেছিলেন শুভেন্দু। আর এবার একেবারে জার্সি সমেত হাজির বিরোধী দলনেতা। পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত নয়া স্লোগান বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, সোমবার চন্দ্রকোণার বিরোধী দলনেতার সভা ঘিরে জটিলতার সৃষ্টি হয়। অনেক টালবাহানার পরে এদিন বিকেলে চন্দ্রকোনার ঝাঁকরায় কৃষক সমাবেশে উপস্থিত হন শুভেন্দু। অন্যদিকে, সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম লাগোয়া খেজুরিতে বিশাল প্রশাসনিক সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সভার পরিপেক্ষিতে আগামী সোমবার সেই একই জায়গায় সভা করার চ্যালেঞ্জও করেছেন বিরোধী দলনেতা।
এদিন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “আমি এবার থেকে যে রাজনৈতিক সভায় যাব, সেখানেই এই জার্সিটা গায়ে রাখব। যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, ততক্ষণ এই স্লোগান দিয়ে যাব।” উল্লেখ্য, এর আগে বিরোধীদেরও এই স্লোগান ব্যবহারের কথা বলেছিলেন মমতা।

বিরোধী দলনেতা বলেন, “চারটি লোকসভা আমার হাতের মুঠোয় রয়েছে। যেগুলোতে বিজেপি জয়লাভ করবে নিশ্চিতভাবে। সেগুলি হল, আরামবাগ, ঘাটাল, তমলুক, কাঁথি।” তবে দুই মেদিনীপুরের চার লোকসভা কেন্দ্রের কথা বললেও মেদিনীপুর লোকসভার উল্লেখ করেননি শুভেন্দু। যদিও সেই কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে, সেখানের সাংসদ দিলীপ ঘোষ। শুভেন্দুর মুখে দিলীপবাবুর কেন্দ্রের নাম না ওঠা নিয়েও শুরু হয়েছে চর্চা।





Made in India