বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। সম্প্রতি SSS ২০১৬ নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসে। যার জেরে গোটা প্যানেলই বাতিল করতে বাধ্য হয় কলকাতা হাইকোর্ট। পরে অবশ্য সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। অভিযোগ ছিল, অনেকেই নাকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন। এবার সেই একই অভিযোগ শোনা গেল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখেও। তবে পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে।
এবার পাবলিক সার্ভিস কমিশনেও সাদাখাতা জমা দিয়ে চাকরির প্রসঙ্গ শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সংঘমিত্রা পলের সমর্থনে কেশিয়াড়ি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সভা করে বিজেপি। অভিযোগ বিজেপি স্কুল মাঠে সভা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। ওই ঘটনাতেই কেশিয়াড়ির বিডিওকে আক্রমণ করেন শুভেন্দু।
বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু বলেন, “এখানকার যে বিডিও সে মনে হয় পাবলিক সার্ভিস কমিশনে সাদাখাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন।” শুধু তাই নয়, কেশিয়াড়ির আইসিকে সন্দেশখালির ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গে তুলনা টানেন শুভেন্দু। বলেন, “এখানকার আইসি সন্দেশখালি শাহজাহানের মত পিঠা খেতো।”

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির জেরে এবার বিপাকে প্রধান শিক্ষকেরা, হাইকোর্টের এক নির্দেশেই উড়ল ঘুম
সাফ হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা বলেন, “এখানকার সব ইনভেস্টিগেশন অফিসাররা শুনে রাখুন, বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে মিথ্যা মামলার বিরুদ্ধে কমিশন বসিয়ে সমস্ত রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেব।” সরকার বদলালে সকলকে দেখে নেওয়ার হুঁশিয়ারি শোনা যায় শুভেন্দুর গলায়।





Made in India