বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির বহরে যারা নিজেদের হকের চাকরি থেকে বঞ্চিত সেসব চাকরিপ্রার্থীরাই বিজেপির (BJP) বুথ এজেন্ট (Booth Agent)। সাগরদিঘিতে (Sagardighi) উপনির্বাচনের প্রচারে গিয়ে ঠিক এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আসন্ন মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন, সেই লক্ষ্যে জোর কদমে ভোট প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। শুক্রবার সেখানে গিয়েই তৃণমূলের টাকার পাহাড়ের বিরুদ্ধে ভোট চাইলেন অধিকারী পুত্র।
এদিন আম জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে শুভেন্দু বলেন, “যাদের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হয়েছে, তাদের কেন ভোট? তৃণমূলকে ভোট দিলে এই অর্পিতা, পার্থ, মোনালিসা, হৈমন্তীদের বাড়বাড়ন্ত হবে। আপনাদেরকেই ঠিক করতে হবে তৃণমূলকে হারাতে পারবেন কি না। এবার ভোট হবে তৃণমূলের চুরির বিরুদ্ধে। ২৭ তারিখে চুরির বিরুদ্ধে, টাকার পাহাড়ের বিরুদ্ধে ভোট দিন।”
পাশাপাশি জোর গলায় দাবি করে শুভেন্দু বলেন, বিজেপির বুথ এজেন্ট হিসেবে বঞ্চিত চাকরিপ্রার্থীদেরই বসাতে চলেছে দল। তার কথায়, বিজেপির পোলিং এজেন্ট হিসেবে জন্য বহু এমন মহিলা এগিয়ে এসেছেন যাদের চাকরি না দিয়ে সর্বনাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই প্রথমবারের জন্য জনতা পার্টির হয়ে বুথ এজেন্ট হিসেবে কাজ করবে বলে জানান শুভেন্দু।
দলনেতা বলেন, “কারো কোনো সমস্যা হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে সরাসরি ব্যবস্থা গ্রহণ করব। বিজেপি চায় অবাধ গণতান্ত্রিক ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হোক। কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোকে খুশি করার জন্য নিজেদের কাঁধে নিয়ে নিয়েছেন।”

এরপর নিরাপত্তা ব্যবস্থার ওপর কড়া জোর দেওয়া হয়েছে বলে সাধারণ মানুষকে আশ্বাস দেন বিরোধী দলনেতা। তার কথায়, “সঙ্গে ছ’টার পরে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ভোটার ছাড়া অন্যদের যেন কোথাও দেখতে পাওয়া না যায়।” পাশাপাশি জেলাশাসক, স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আঙ্গুল তুলে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী যেন সক্রিয় না থাকে এটাই চাইছে রাজ্য পুলিশ। অন্যদিকে, ভোটের আগে নির্বাচন কমিশন তরফে সাগরদিঘি থানার ওসি-কে সরিয়ে দেওয়া নিয়েও মন্তব্য করেন শুভেন্দু।





Made in India