বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি স্বস্তিকা মুখার্জি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ট্রোলের শিকার হয়েছেন। এবার শোনা যাচ্ছে তিনি ১০ বছর পর আবারও বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এর আগে ২০০৯ সালে ‘সবার উপরে প্রেম’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা শাকিব খান।নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন পারভেজ আমিন।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্বস্তিকার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন পরিচালক। আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরিচালক জানিয়েছেন,”ছবির চিত্রনাট্য করছে কলকাতার একটি টিম। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিটিতে নায়ক নেওয়া হবে বাংলাদেশ থেকেই। তবে এ বিষয়ে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ছবিটি প্রযোজনা করবেন কাজী সাইফুল সোহেল”।





Made in India