বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়া ট্যুরে ওয়ানডে, টি ২০ আর টেস্ট সিরিজে অভিষেক হওয়ার পর টিম ইন্ডিয়ার খেলোয়াড় টি নটরাজন গোটা ভারতে চরম খ্যাতি অর্জন করেছে। সে নিজেই এই সফলতার আশা করেছিল না। তাঁর হিসেবে মাথায় ভগবানের হাত ছিল বলেই এটা সম্ভব হয়েছে।
ভারতে ফেরার পর টি নটরাজনকে অভূতপূর্ব ভাবে স্বাগত জানানো হয়। এত সন্মান পেয়ে টিম ইন্ডিয়ার এই উঠতি খেলোয়াড় খুবই খুশি। আর এবার সে ভগবানকে ধন্যবাদ জানাতে মন্দিরে যায়। টি নটরাজনের মন্দিরে গিয়ে ভগবান দর্শনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
মন্দির দর্শনের পর টি নটরাজনকে এখন নতুন রুপে দেখা যাচ্ছে, কারণ মন্দির দর্শন করে তিনি নিজের চুল দান করে এসেছেন ভগবানের কাছে। ধার্মিক প্রক্রিয়া অনুযায়ী তিনি নিজের চুল দান করেছেন। ইউর্কার কিং নটরাজনের মতে ভারতের হয়ে খেলা তাঁর কাছে সৌভাগ্য।
https://twitter.com/Natarajan_91/status/1355760220375420930
জানিয়ে রাখি, টি নটরাজন ভারতের প্রথম খেলোয়াড় যিনি একই ট্যুরে তিনটি ক্রিকেট ফরমাটে অভিষেক করেছে। ব্রিবেনের গাব্বার মাঠে খেলা টেস্টে তিনটি উইকেট নিয়ে নটরাজন গোটা ভারতের মন জয় করে নেয়।






Made in India