বাংলা হান্ট ডেস্কঃ ট্যাব-দুর্নীতিতে (Tab Scam) এবার সর্ষের মধ্যেই ভূত! এই দুর্নীতির (Tab Scam) অভিযোগে উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার প্রতারকদের সাথে মিলল রাজ্যের শাসক দল তৃণমূলেরই যোগসূত্র। বুধবার এই ট্যাব কেলেঙ্কারিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৪ অভিযুক্ত। এরপর উত্তর দিনাজপুরের চোপড়া থেকে আরও দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।
ট্যাব-দুর্নীতিতে (Tab Scam) ধৃতদের সাথে তৃণমূল যোগ?
এই দুর্নীতি (Tab Scam) চক্রে জড়িতদের পরিবারই এবার বিরাট প্রতারণার শিকার। অভিযোগ বুধবার বর্ধমান জেলা পুলিশ গ্রেপ্তার করেছে রকি শেখ, পিন্টু শেখ, হোসেন আলী ও শ্রবণ সরকারকে। ট্যাব দুর্নীতিতে গ্রেপ্তার এই ৪ অভিযুক্তের পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান সাইবার থানার তরফে ডেকে পাঠানো হয়েছিল।
এদিন মালদা থেকে তারা যখন বর্ধমান আসছিলেন তখনই তাদের তিনজনের ফোনে আসে রহস্যজনক ফোন কল। সেই ফোন কলে ট্যাব কেলেঙ্কারিতে ধৃতদের পরিবারকে জানানো হয় টাকা দিলেই তাদের ছেলের জামিন একেবারে নিশ্চিত। আচমকা এমন ফোন ফল পেয়ে রীতিমতো হক চকিয়ে গিয়েছিল ধৃতদের পরিবার।
আরও পড়ুন: বাংলা অতীত! এবার যোগী রাজ্যে নিয়োগ দুর্নীতি! চাকরি পাওয়া ১৮৬ জনই নেতা-মন্ত্রীর আত্মীয়
কে কোন উদ্দেশ্যে এইভাবে ফোন করল? তারই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের পরিবারের দাবি এদিন তাদের কাছে সঞ্জয় নামে এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ফোন করে বলেন তাদের ধৃত ছেলেরা মেদিনীপুরে রয়েছে। আদালতে তোলা হলেই ছ’বছরের জেল হয়ে যাবে। তাই যদি তারা ছেলেকে বাঁচাতে চান তাহলে ১৬ থেকে ২০ হাজার টাকা দিলেই জামিন একেবারে নিশ্চিত হয়ে যাবে।

অভিযোগ ধৃত রকি শেখের বাবা ইরফান শেখ জানিয়েছে তার ছেলের জামিনের বদলে ওই আইনজীবী তার কাছে ১৬ হাজার টাকা দাবি করেছেন। এখন প্রশ্ন হল যারা দুর্নীতি কান্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার এবার তাদের পরিবারই প্রতারণার ফাঁদে পড়ল? পুলিশ সূত্রে খবর ধৃত শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্র সরকার কালিয়াচকের তৃণমূলের এসি সেলের সভাপতি। এই শ্রবণের একটি দোকান আছে। পাশাপাশি গোল্ড লোন সংস্থায় কয়েকমাস আগে চাকরিও শুরু করেছিল সে।





Made in India