অনেকেই আমার মৃত্যুর প্রার্থনা করেছে, চিন্তা নেই আমি সম্পূর্ণ সুস্থঃ অমিত শাহ
বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানান যে, তিনি সম্পূর্ণ সুস্থ আর কোন রোগেই আক্রান্ত না। উনি ট্যুইট করে জানান, বিগত কিছুদিন ধরে অনেকেই আমার শরীর স্বাস্থ নিয়ে গুজব ছড়াচ্ছে। অমিত শাহ নিজের ট্যুইটে ওই সমস্ত গুজবকে নস্যাৎ করে দেন। অমিত শাহ বলেন, অনেকেই আমার মৃত্যুর জন্য প্রার্থনা করেছে। मेरे स्वास्थ्य की … Read more