মুম্বাইয়ের মলে বিধ্বংসী আগুনে চাঞ্চল্য, প্রায় ৩০০ জন ছিল মলের ভিতরে
বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের (Mumbai) নাগপাড়ার (Nagpada) সিটি সেন্টার মলে (City Center Mall) বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ আচমকা ভয়ানক আগুন লেগে যাওয়ায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় মলে ২৫০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন। সময় থাকতেই তাঁদের উদ্ধার করে নেওয়া হয়। স্বস্তির খবর হল, আগুন লাগার এই ঘটনায় কারোর কোনও ক্ষতি … Read more