‘আমার ছেলের বড় বিপদ, ৫-৬ মাস একটু সামলে রাখুন। আমি টাকা পাঠাব’, চিঠি সহ ব্যাগে মিলল ৫ মাসের শিশু
বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার সকালে আমেঠি (amethi) জেলার মুন্সীগঞ্জ থানা এলাকার ত্রিলোকপুর গ্রামের বাসিন্দা আনন্দ ওঝার বাড়ির সামনে একটি ব্যাগ পাওয়া যায়। সকালে পথ চলতি মানুষের ওই ব্যাগটির দিকে আকর্ষণ গেলে, তারা ওই ব্যাগ থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। ব্যাগ থেকে মেলে ৫ মাসের শিশু আমেঠিতে (amethi) বাচ্চার কান্নার শব্দে আশাপাশের লোকজন জড়ো হলে … Read more