খারাপ নম্বর মিঠাই-অপুদের, হাল ধরতে মোক্ষম সময়ে জায়গা নিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’
বাংলাহান্ট ডেস্ক: আক্ষরিক অর্থেই জি বাংলার শিয়রে শমন। গত সপ্তাহের টিআরপি লিস্ট দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। টানা এক বছর ধরে বাংলা সেরা থাকা ‘মিঠাই’কে (mithai) ছুঁয়ে ফেলেছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ও ‘আলতা ফড়িং’। তিনটি সিরিয়ালই একসঙ্গে জায়গা করে নিয়েছে প্রথম স্থানে। গোটা তালিকা জুড়েই দাপট দেখিয়েছে স্টার জলসার। পাত্তাই পাচ্ছে না জি বাংলা। হারানো … Read more