কেবল ভারতে নয় এবার পদ্ম ফুটলো শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনেও! নরেন্দ্র মোদী জানালেন অভিনন্দন।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে পদ্ম ফুটেছে, একজন বৌদ্ধ জাতীয়তাবাদী নেতা রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। রবিবার (17 নভেম্বর, 2019) প্রকাশিত গণনা ফলাফল অনুসারে, রাষ্ট্রপতি নির্বাচনে লেফটেন্যান্ট কর্নেল ননদসেন গোটভায়া রাজাপাকসা বিজয়ী হয়েছেন। সাথে সাথে শ্রীলঙ্কায় পদ্ম ফুটেছে। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দা রাজাপাকসের ভাই। গোটভায়া রাজাপাকসাকে (Gotabhaya Rajapaksa) ক্ষমতাসীন দলের প্রার্থী সাজিত প্রেমাদাসকে বড় ব্যবধানে পরাজিত … Read more