আজ রাতেই বাংলায় পা রাখবেন অমিত শাহ, কাল মধ্যাহ্ন ভোজন সারবেন কৃষকের বাড়িতে
বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) ক্ষমতা দখলের লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি কোমর বেঁধে লেগে পড়েছে। গদি দখলের লড়াই জমে উঠেছে। এরই মধ্যে আজ অর্থাৎ শুক্রবার রাতে দুদিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। তবে অন্যান্য সফরের তুলনায় এই সফর কিছুটা জোরালো হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। অমিত শাহের বাংলা সফর এবার বাংলা … Read more