‘দাসত্বের শিকল ছিঁড়েছে” তালিবানের শাসনকে সমর্থন করে মন্তব্য ইমরান খানের
বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে (Afghanistan) জনতার সরকারকে উপড়ে ফেলা আর বন্দুকের দমে ক্ষমতা দখল করা তালিবানকে পাকিস্তান (Pakistan), চিন আর ইরান সমর্থন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এই বিষয়ে বড় বয়ানও দিয়েছেন। উনি তালিবানকে ক্ষমতায় আসার জন্য স্বাগত জানিয়ে বলেছেন, ‘দাসত্বর শৃঙ্খল ভেঙেছে।” আফগানিস্তানকে আরও একবার অন্ধকারের গর্তে ঠেলে দেওয়া তালিবানকে চিন, ইরান আর … Read more