‘মা-বোন পড়তে না পারলে আমারও ডিগ্রি চাই না” শংসাপত্র ছিঁড়ে প্রতিবাদ আফগান অধ্যাপকের
বাংলা হান্ট ডেস্ক : মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের (Afghanistan) তালিবান (Taliban) সরকার। গোটা বিশ্ব জুড়ে এই সিদ্ধান্তের সমালোচনা চলছে। এবার নিজের ডিগ্রি ছিঁড়ে এর প্রতিবাদ জানালেন কাবুল বিশ্ববিদ্যালয়ের (Kabul University) এক অধ্যাপক। একটি টিভি শোয়ে এসে তিনি বলেন, মেয়েদের শিক্ষার অধিকার না থাকলে তাঁর নিজের ডিগ্রিরও কোনও মূল্য নেই। এই শিক্ষা … Read more

Made in India