মহারাষ্ট্রের পালঘরে মোতায়েন হল CRPF, গোটা এলাকা করা হল সিল
বাংলা হান্ট ডেস্কঃ সাধুদের হত্যার মামলার ৯ দিন পর পালঘরের (Palghar) গড়চিঞ্চলে গ্রামে CRPF জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সেখানে উগ্র ভিড় দুজন সাধু সমেত তিনজনকে পিটিয়ে হত্যা করেছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার পরিস্থিতির কথা মাথায় রেখেই সেখানে CRPF জওয়ানদের মোতায়েন করা হয়েছে। এলাকায় চিরুনি তল্লাশি জারি আছে, গ্রামে আসা যাওয়ার সমস্ত রাস্তা সিল করে দেওয়া … Read more