ফাঁকাই রইল পল্লবীর জায়গা, গৌরীর স্মৃতি সঙ্গে নিয়ে শেষ করে দেওয়া হচ্ছে ‘মন মানে না’
বাংলাহান্ট ডেস্ক: অসমাপ্ত কাজ ফেলে রেখেই পরপারের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey)। গত ১৫ মে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর মাথায় হাত দিয়ে বসেছিল ‘মন মানে না’ (Mon Mane Na) নির্মাতারা। কালার্স বাংলার এই সিরিয়ালে (Bengali Serial) মুখ্য চরিত্র গৌরীর ভূমিকায় অভিনয় করছিলেন পল্লবী। সিরিয়াল প্রায় শেষের মুখেই ছিল। তার মধ্যেই … Read more