পুলিশের চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত কুস্তিবীর যোগেশ্বর দত্ত
কুস্তিতে হরিয়ানা আর দেশের মান সন্মান বাড়িয়ে তোলা কুস্তিবীর যোগেশ্বর দত্ত বিজেপিতে যোগ দিলেন আজ। হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বরালা ওনাকে বিজেপির উত্তরীয় পড়িয়ে দলের সদস্যতা দেন। যোগেশ্বর দত্ত হরিয়ানা থেকে বিজেপির টিকিটে নির্বাচনেও লড়তে পারেন। আপানদের জানিয়ে রাখি, যোগেশ্বর দত্ত ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক হাসিল করেছিলেন। এছাড়া ওনাকে পদ্মশ্রী সন্মাতে … Read more